টাঙ্গাইলের মধুপুর উপজেলার মধুপুর শহীদ ক্যাডেট স্কুলের বার্ষিক ফল প্রকাশ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুরের বিশিষ্ট গাইনি চিকিৎসক ডা. আব্দুর রহিম। সভাপতিত্ব করেন মধুপুর শহীদ ক্যাডেট স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষক শ্রী পরেশ চন্দ্র কর্মকার, ময়েজ উদ্দিন সরকার বিদ্যানিকেতনের অধ্যক্ষ খন্দকার মাজহারুল ইসলাম এবং সাংবাদিক এস এম শহীদ। স্বাগত বক্তব্য ও সার্বিক দিকনির্দেশনা দেন স্কুলের প্রধান শিক্ষিকা নুরজাহান নিপা।
বক্তারা বলেন, শুধু ভালো ফলাফল বা জিপিএ অর্জনই শিক্ষার চূড়ান্ত লক্ষ্য নয়। প্রকৃত শিক্ষার উদ্দেশ্য হলো মানবিক, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠা। তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান, সন্তানদের চরিত্র গঠন ও নৈতিক শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য। জিপিএ কোনো মানুষের মূল্যায়নের একমাত্র সূচক নয়—দেশ ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করাই শিক্ষার প্রকৃত সাফল্য বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনন্য। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় একজন শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠান শেষে কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।