টাঙ্গাইলের মধুপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকী যুব সমাজের উদ্যোগে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল-১(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপন।
এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি- জাকির হোসেন সরকার, সহ সভাপতি এম রতন হায়দার, ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আলী, মির্জাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তালুকদার। ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির পক্ষে হাফিজুর রহমান ও আবদুল মান্নান জানান, ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন এলাকার সর্বমোট ৩২ টি ঘোড়া সোয়ারী ঘোড়া নিয়ে অংশ গ্রহণ করেন। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় জামালপুর জেলার মাদারগঞ্জের মোশারফ হোসেন, নজরুল ইসলাম, জামালপুর সদরের আবদুর রহমান, টাঙ্গাইল জেলার ঘাটাইলের সোহাগ, ময়মনসিংহের সঞ্জু জয়ী হয়ে পুরষ্কৃত হন। ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে বিভিন্ন এলাকার হাজার হাজার উৎসুক নারী পুরুষের সমাগম ঘটে। এ কর্মসূচি কে কেন্দ্র করে এলাকা জুড়ে এক গ্রামীণ মেলায় পরিণত হয়।