ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।
তিনি শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিদর্শন করেন এবং পরিদর্শনে নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং অফিসারদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করে এমন আহবান জানিয়েছেন। সর্বোচ্চ নিষ্ঠা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করতে প্রিজাইডিং অফিসারদেরও নির্দেশনা প্রদান করেন তিনি।
তিনি উল্লেখ করেন নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু সুন্দর করতে প্রশাসনের সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এর আগে তিনি উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নির্বাচনী দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহ্বান জানান। এক পর্যায়ে তিনি বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন ও নির্বাচন কার্যক্রমকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে দ্রুততম সময়ের মধ্যে সকল ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্হাপনের নির্দেশ দেন ।
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট; জেলা নির্বাচন অফিসার; উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ।