টাঙ্গাইলের ধনবাড়ীতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী।
সোমবার(২৬ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন সুষ্ঠু করতে গণমাধ্যমকর্মীদের ভূমিকাসহ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা হয়।
এ আলোচনা সভায় বক্তব্য রাখেন ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ পত্রিকার ধনবাড়ী প্রতিনিধি ও এন টিভির সাংবাদিক মোঃ হাফিজুর রহমান, "সিনিয়র সহ-সভাপতি দৈনিক আমার সংবাদের ধনবাড়ী উপজেলা প্রতিনিধি", সৈয়দ সাজন আহমেদ রাজু, সহসভাপতি স্বাধীন বাংলা নিউজ টিভির এস এম আব্দুর রাজ্জাক, সদস্য দৈনিক আজকের বাংলা পত্রিকার প্রতিনিধি মো.পলাশ ইসলাম, দৈনিক মানবজমিন পত্রিকার ধনবাড়ী উপজেলা প্রতিনিধি,মো. হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন সোহাগ হোসেন,মো. আবুল হোসেন, মোঃ জাহিদ সরকারসহ অন্যান্য সদস্যরা।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নুরজাহান আক্তার সাথী সাংবাদিকদের গুরুত্ব উল্লেখ করে আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের পরিচয় দিয়ে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। যে নির্বাচন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।