মধুপুরে নারিশ পোল্ট্রি খামারে অগ্নিকান্ড
- আপডেট সময় : ০৪:৪০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ২৭৪ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুরে নারিশ কোম্পানির এক মুরগির খামারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কোম্পানির একটি শেডের সহশ্রাধিক মুরগি মারা গেছে। মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।
বৃহম্পতিবার সকালে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের শটিবাড়ী পোল্ট্রি খামারে এমন অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের দুইটি টিম স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলীর নেতৃত্বে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্টেশন কর্মকর্তা মো. বোরহান আলী জানান, নারিশ পোল্ট্রি ফার্মের ৫ টি শেডের মধ্যে একটি শেডে আগুন লাগে । এতে ওই শেডের সব মুরগি পুড়ে গেছে। ফার্মের ম্যানেজার আশিকের মেবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভি করেননি। ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে কোম্পানির কারো বক্তব্য নেয়া যায়নি।