ধনবাড়ীতে
জুলাই আন্দোলনে আহত, নিহতদের পরিবারের পাশে টাঙ্গাইলের ডিসি
- আপডেট সময় : ০৮:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
বৈষম্য বিরোধী জুলাই আন্দালনে টাঙ্গাইলের ধনবাড়ীর আহত ও নিহতদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নিয়েছেন এবং আর্থিক সহায়তা প্রদান করছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক(ডিসি) শরীফা হক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি ) ধনবাড়ী উপজেলা পরিদর্শনে এসে জেলা প্রশাসক এমন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। এছাড়া উপজেলার কনফারেন্স রুমে দপ্তর প্রধানদের সাথে এক মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় ডিসি শরীফা হক জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ, সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, সমাজ সেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ বাবুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দুই জন শহীদ ও সাত জন আহতদের পরিবারের খোঁজ খবর নেন জেলা প্রশাসক শরীফা হক। পরে তাদের হাতে রোগী কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠান শেষে উপজেলা চত্বরে একটি কাজু বাদাম বৃক্ষের চারা রোপন করেন তিনি।