ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট টাঙ্গাইলের রফিকুল ইসলাম

মো,আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ের ফলাফলে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট মনোনীত হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার (৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। পরবর্তীতে তিনি কক্সবাজার, চট্রগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া এবং জয়দেবপুর পিটিয়াইয়ের সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

এ ছাড়াও তিনি নানা ধরনের সামাজিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের  সম্মাননা পেয়েছেন।মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা থেকে  তিনি

‘ভাষার মিছিলে অগ্রণী যাঁরা’ নামক একটি বই সম্পাদনা করেছেন।

রফিকুল ইসলাম তালুকদার বলেন,এই অর্জন আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতার ফল।

আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সকল মহৎপ্রাণের প্রতি, যাঁরা আমাকে সবসময় উৎসাহিত করেছেন, পাশে ছিলেন এবং আমার উপর আস্থা রেখেছেন। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে, এবং আগামীতেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।

 

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট টাঙ্গাইলের রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৯:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর জাতীয় পর্যায়ের ফলাফলে দেশসেরা পিটিআই সুপারিনটেনডেন্ট মনোনীত হয়েছেন টাঙ্গাইল পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার।

বুধবার (৭ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ফরিদ আহাম্মদ ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও পদক বাছাই কমিটির সদস্য সচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত ফলাফলে মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

আগামী ১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে শিক্ষা পদক প্রদান করা হবে।

মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার ২০০৬ সালে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে হবিগঞ্জ পিটিআইতে প্রথম সুপারিনটেনডেন্ট পদে যোগদান করেন। এরপর জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে বিশেষজ্ঞ পদে পদায়ন হন। পরবর্তীতে তিনি কক্সবাজার, চট্রগ্রাম, খাগড়াছড়ি, পটিয়া এবং জয়দেবপুর পিটিয়াইয়ের সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে বাংলাদেশ সরকারের অর্থায়নে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বল্টন হতে এডুকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

এ ছাড়াও তিনি নানা ধরনের সামাজিক কাজের জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের  সম্মাননা পেয়েছেন।মাতৃভাষার প্রতি দায়িত্বশীলতা থেকে  তিনি

‘ভাষার মিছিলে অগ্রণী যাঁরা’ নামক একটি বই সম্পাদনা করেছেন।

রফিকুল ইসলাম তালুকদার বলেন,এই অর্জন আমার সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতার ফল।

আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ সেই সকল মহৎপ্রাণের প্রতি, যাঁরা আমাকে সবসময় উৎসাহিত করেছেন, পাশে ছিলেন এবং আমার উপর আস্থা রেখেছেন। এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও দৃঢ় করবে, এবং আগামীতেও নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য, মুহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার তারাচপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মুহাম্মদ আব্দুস সামাদ তালুকদার এবং মাতা আনোয়ারা বেগমের ৮ ছেলে ও ১ কন্যার মধ্যে তিনি ৬ষ্ঠ সন্তান।

 

 

শালবনবার্তা২৪.কম/এআর