মধুপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ৭৭৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে দ্বিতীয় বার্ষীক ‘মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মিনিবার ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় অংশগ্রহন করেন জাঙ্গালিয়া একাদশ ও নয়াপাড়া একাদশ।

বৃহস্পতিবার (১২ জুন) উপজেলার বেরিবাইদ ইউনিয়নের জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
মিনিবার ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরিবাইদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক সরকার।
ইউনিয়ন ছাত্রদলের নেতা আদনান মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা মোঃ খলিল মন্ডল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আয়নাল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ব্যবসায়ী শাহাবুদ্দিন, সাংবাদিক মোঃ লিটন সরকার প্রমুখ।

প্রধান অতিথি ফারুক সরকার বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এমন একটি সফল টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানান তিনি।
৫০ মিনিটের খেলায় নয়াপাড়া একাদশ ১-০ গোলে বিজয়ী হয়।

















