জেলা প্রশাসকের উদ্যোগ
মধুপুরের ১১০ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

- আপডেট সময় : ১১:০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে মধুপুরের ১১০ প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। বুধবার সকালে চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন।
“একটি শিশু একটি স্বপ্ন-ফুলের সাথে বিকশিত হোক আগামী প্রজন্ম” এই স্লোগানে টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষে একযোগে মধুপুরের বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
দেশীয় প্রজাতির জারুল, কৃষ্ণচূড়া ও সোনালু গাছ রোপণ করে এই কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসকের উদ্যোগে সারা জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই তিনটি গাছ রোপণ করা হচ্ছে।
মধুপুরের বৃক্ষ রোপণ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিব আল রানা, বন বিভাগের পক্ষে রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা, পুলিশের প্রতিনিধি,চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান,গণমাধ্যম কর্মী আনোয়ার সাদাৎ ইমরান,নাজিবুল বাশার. লিটন সরকার প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন জানান, সম্বলহীন অসহায় মানুষকে ১০ কেজি চাল দিয়ে কিছু দিনের জন্য খাদ্য সহায়তা দিয়ে বাঁচানো হয়তো যায়। কিন্তু আমরা সবাই তো প্রকৃতির কাছে অসহায়। প্রকৃতির গাছ ছাড়া আমরা এক মুহূর্তের জন্যও বাঁচতে পারি না। এই গাছ আমাদের আজীবন বেঁচে থাকার উৎস। গাছ লাগানো এবং তা বাঁচিয়ে রাখা মানে নিজেদের বাঁচিয়ে রাখা। তাই প্রাণ বৈচিত্র রক্ষায় সবাইকে তিনি গাছ লাগানোর আহবান জানিয়েছেন
শালবনবার্তা২৪.কম/এআর