মধুপুর পৌরসভায় টাইফয়েড টিকার ওরিয়েন্টেশন

- আপডেট সময় : ০২:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ ৬৯১ বার পড়া হয়েছে

আগামী মাসের শুরুতে সারাদেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সি শিশুদেরকে টাইফয়েড ঠিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মধুপুর পৌরসভা ওরিয়েন্টেশন সভা করেছে। পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, ধর্মীয় ও কমিউনিটি লিডারদের নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা সাড়ে ১১ টায় মধুপুর পৌরসভার সেমিনার কক্ষে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা মো. জুবায়ের হোসেন। এতে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম খান, শালবনবার্তা২৪. কম সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি এস. এম শহীদ।
সুস্থ শিক্ষিত জাতি গঠনে সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে বক্তাগণ বলেন,শিশুদের রোগহীন ও নিরাপদ রাখতে জন্মের পর থেকে নিয়মিত নির্দিষ্ট টিকাদানের অবদান অপরিসীম। পোলিও মুক্ত বাংলাদেশ টিকা কার্যক্রমের তেমনি অবদান। এবার টাইফয়েড থেকে শিশুদের মুক্ত করতে টিকা কর্মসূচি এসেছে। এ টিকার প্রতি আগ্রহী করতে সমাজের সকল স্তরের প্রতিনিধিদের ভূমিকা রাখতে হবে। কুসংস্কারসহ সমাজের নানা চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে প্রতিটি শিশুর টাইফয়েডের টিকা গ্রহণ নিশ্চিতে ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান তারা।