ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হত্যা মামলায় পুনরায় গ্রেফতার মেনন-আতিক-পলক

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

রাজধানীর বনানী থানায় দায়ের করা মো. শাহজাহান হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।

মঙ্গলবার (৮ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালতে তোলা হলে চারজনকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয়। প্রত্যেকের মাথায় হেলমেট ও দেহে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছির আরাফাত আদালতে এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন কারখানার কর্মী মো. শাহজাহান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হন এবং চার দিন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, গত ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এখন পুলিশের তদন্তাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

হত্যা মামলায় পুনরায় গ্রেফতার মেনন-আতিক-পলক

আপডেট সময় : ১২:৪১:৩৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

রাজধানীর বনানী থানায় দায়ের করা মো. শাহজাহান হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এবং সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে।

মঙ্গলবার (৮ অক্টোবর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালতে তোলা হলে চারজনকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আনা হয়। প্রত্যেকের মাথায় হেলমেট ও দেহে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো ছিল। তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াছির আরাফাত আদালতে এ মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশ নেন কারখানার কর্মী মো. শাহজাহান। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিলে হামলা চালায়। এতে শাহজাহান বুকে ও পেটে দুটি গুলিবিদ্ধ হন এবং চার দিন পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, গত ১৮ ডিসেম্বর শাহজাহানের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলাটি এখন পুলিশের তদন্তাধীন রয়েছে।