ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় : ০৯:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। ছাত্র জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। এরপর ভারতপন্থি সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

পাকিস্তানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে ২০১২ সালের পর। এ সফর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক ও সহযোগিতার বার্তা নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে।

ইসলামাবাদে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র দপ্তর অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে। এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে আমরা পাশে থাকতে চাই।’

সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানান দার। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের এ পদক্ষেপ শুধু দুই দেশের মধ্যকার সম্পর্কেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৯:১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবার (৩ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। ছাত্র জনতার গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারত চলে যান। এরপর ভারতপন্থি সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়।

পাকিস্তানের কোনও পররাষ্ট্রমন্ত্রীর এটি প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে ২০১২ সালের পর। এ সফর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ক ও সহযোগিতার বার্তা নিয়ে আসছে বলে মনে করা হচ্ছে।

ইসলামাবাদে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে ‘হারিয়ে যাওয়া ভাই’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত। তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র দপ্তর অর্থনৈতিক কূটনীতি অনুসরণ করছে। এ অঞ্চলের স্থিতিশীলতা ও উন্নয়নে আমরা পাশে থাকতে চাই।’

সংবাদ সম্মেলনে গাজায় চলমান গণহত্যার প্রতিবাদ জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিন্দা জানান দার। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক উন্নয়নের এ পদক্ষেপ শুধু দুই দেশের মধ্যকার সম্পর্কেই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিবেশে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।