টাঙ্গাইলে বিশ্ব তামাকমুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১২:৫৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

বিশ্ব তামাকমুক্ত দিবস আজ। টাঙ্গাইলে দিবসটি উপলক্ষে শনিবার (৩১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক শরিফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহবুব হাসান ও নাটাবের জেলা শাখা কোষাধ্যক্ষ আল রুহি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সুগন্ধিযুক্ত তামাকপণ্য বাজারজাতকরণ, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের তামাকপণ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
কিশোর-কিশোরী নিয়মিতভাবে তামাক ব্যবহার করে এবং যাদের নির্দিষ্ট ব্রান্ডে আসক্ত করতে কোম্পানিগুলো নানা ধরনের কূটকৌশলের আশ্রয় নেয়।
সেখান থেকে সরে আসতে হবে। এছাড়াও অন্যকে সচেতন করার জন্য আলোচনা সভায় বক্তারা নজর দেয়ার জন্য অনুরোধ করেন।
এসময় উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা।
শালবনবার্তা২৪.কম/এসআই