টাঙ্গাইল-১ আসন(মধুপুর-ধনবাড়ী)
স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের পক্ষে বিএনপির কর্মী সমর্থকদের সমর্থন
- আপডেট সময় : ১০:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ। একই আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জিয়া পরিষদের পরিচালক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলীও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়ন বাতিল করলেও আপিলে নির্বাচন কমিশন থেকে তা ফিরে পান তিনি।
অন্যদিকে, এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকের প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
দলের প্রার্থীর পক্ষে না থেকে ধনবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামরুল হাসান টুটুল সোমবার স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদের পক্ষে নির্বাচনী মাঠে যোগ দিয়েছেন। মধুপুর উপজেলার ফাজিলপুর গ্রামের আজাদের বাড়িতে গিয়ে তিনি তাঁর নেতৃত্বাধীন একটি বড় গ্রুপসহ একাত্মতা প্রকাশ করেন।
এ সময় তাঁর সঙ্গে সাগর হোসেন, জিহাদ, সাদিক, মোস্তাকিম, আশরাফুল ইসলাম আলম, রবিন ইসলাম রবিন, শিমুল আহমেদ স্বাধীন, ইস্তিয়াক আহমেদ কাইয়ুম, আব্দুল হান্নানসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। যোগদানের ঘটনাকে কেন্দ্র করে বাড়ির পুরো আঙিনা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং বিষয়টি এক ধরনের বড় আনুষ্ঠানিকতায় রূপ নেয়।
যোগদানের বিষয়টি নিশ্চিত করে কামরুল হাসান টুটুল জানান, তিনি রাজধানীর তেজগাঁও কলেজে অধ্যয়নকাল থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ধনবাড়ী উপজেলা ছাত্রদলের শরীফের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটিতে তিনি যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আর কমিটি হয়নি।
এ বিষয়ে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ এম আজিজুর রহমান বলেন, টুটুলের যোগদানের বিষয়টি তিনি জেনেছেন। তবে বর্তমানে তিনি ছাত্রদলের কেউ নন। পদ-পদবি না পাওয়ার কারণে তিনি এমন সিদ্ধান্ত নিতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন, সাবেক ছাত্রদল নেতা টুটুল ও তাঁর সহকর্মীদের নেতৃত্বে ধনবাড়ী উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক তাঁর পক্ষে সমর্থন জানিয়ে যোগ দিয়েছেন, যা তাঁর নির্বাচনী প্রচারণাকে আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, এ আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল্লাহেল কাফী ও জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট ইলিয়াস হোসেন মনিও মাঠে আছেন।













