মধুপুর প্রেসক্লাবের আয়োজন সদ্য প্রয়াত সাংবাদিক এমএ রউফের স্মরণ সভা

- আপডেট সময় : ০৭:৩৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে

মধুপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক প্রয়াত এমএ রউফের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে মধুপুর প্রেসক্লাব। তিনি গত ২২ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) বিকেলে মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি অধ্যাপক গোলাম ছামদানী, সহ-সভাপতি আনছার আলী। সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক বক্তৃতা করেন ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন, সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সম্পাদক ও আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাদাৎ ইমরান প্রমুখ। শেষে প্রয়াতের আত্নার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এর আগে প্রয়াতের বাড়ি কাইতকাই গিয়ে কবর জিয়ারত করেন প্রেসক্লাবের সদস্যবৃন্দ। তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে শোকসন্তপ্ত ওই পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানান প্রেসক্লাবের সহকর্মীগণ।