ধনবাড়ীতে ইট ভাটা বন্ধে অভিযান
ভাটা চালুর দাবিতে উদ্বিগ্ন মালিক শ্রমিকের স্মারকলিপি প্রদান

- আপডেট সময় : ০৪:৫৫:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা,জরিমানা ও ভাংচুর করে স্থায়ীভাবে বন্ধের অভিযান থামানোসহ পুনরায় ইট পুরানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে উপজেলার ইট ভাটা সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকবৃন্দ।
বুধবার (১৯ মার্চ) দুপুরে ধনবাড়ী উপজেলার ইট প্রস্তুতকারী মালিক সমিতি ও শ্রমিক সংগঠন মিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ স্মারকলিপি দিয়েছেন তারা।
ইটভাটার মালিক শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ধনবাড়ী উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে এসে নির্বাহী অফিসার মো.শাহীন মাহমুদের কাছে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, ধনবাড়ী উপজেলায ১৯ টি ইট ভাটার মধ্যে অধিকাংশই হাইকোর্টের রিট রয়েছে।৪ টি ভাটার হাইকোর্টের রিট চলমান থাকলেও ইট ভাটা পরিচালনা করার জন্য স্বপক্ষে অন্যান্য কাগজপত্র আছে। তারপরও ইতোপূর্বে গত ৫ ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সংশ্লিষ্ট আইনে ২লাখ টাকা জরিমানা আদায় করে। দেড় মাসের মাথায় ১৭ মর্চ পুনরায় পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাটার চিমনি ও অন্যান্য সামগ্রী ভেঙে ভাটা বন্ধের নির্দেশ দিয়েছে। এতে উপজেলার ইট ভাটার প্রায় দশ হাজার শ্রমিক পবিত্র ঈদের আগে চরম দুর্ভোগে পড়েছেন। পরিবার পরিজন নিয়ে দু:শ্চিন্তায় তারা। শুধু ঈদ নয় কর্মহীন হয়ে তারা দুর্বিষহ জীবন যাপনের দিকে যাওয়ার আশঙ্কা করছেন তারা। এছাড়া মালিক পক্ষও চরম ক্ষতিগ্রস্ত হবেন। এ অবস্থায তারা মালিক শ্রমিক ও দেশের উন্নয়ন কর্মকান্ড রক্ষায় সহজ শর্তে ইট ভাটা পুনরায় চালুর দাবি জানানো হয়।
উপজেলার
উল্লেখ্য, ১৭ মার্চ সোমবার বানিয়াজান ইউনিয়নের পাথালিয়া এলাকায় মেসার্স মা ব্রিকস, মেসার্স নবাব ব্রিকস, হবিপুর এলাকায় একতা ব্রিকস এবং উখারিয়াবাড়ি এলাকায় মেসার্স বংশাই ব্রিকস এ অভিযান পরিচালিত হয়। ইট প্রস্তুত, ভাটা স্থাপন, জ্বালানি কাঠ ব্যবহার নিষিদ্ধ এবং ইটভাটা গুলোর নিবন্ধন না থাকায় ইট ভাটার চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দ্বারা চুল্লির আগুন নিভিয়ে দেয়া এবং স্থায়ী ভাবে উক্ত ইটভাটা গুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে স্মারকলিপি গ্রহণ করে ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মো. শাহীন মাহমুদ জানান, স্মারকলিপির ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হবে।