টাঙ্গাইলে ভূমি মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৩০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫ ৪৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ভূমি মেলায় তিনটি স্কুলে কুইজ প্রতিযোগিতায় গাছের চারা ও বই বিতরণ এবং ভূমি অফিসের বিভিন্ন কর্মকর্তা কে সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসন।
মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূমি মেলার সমাপনী উদযাপন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরিফা হক।
এই ভুমি মেলায় কুইজ প্রতিযোগিতাদের মাঝে তিনটি স্কুলে ছাত্র-ছাত্রীদেরকে গাছের চারা ও বই বিতরণ এবং ভূমি অফিসের কর্মকর্তাদের সম্মাননা পুরস্কার তুলে দেন জেলা প্রশাসন।
তিনটি স্কুলের মধ্যে রয়েছে বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন আদর্শ উচ্চ বিদ্যালয়, কালেক্টর স্কুল এন্ড কলেজ ।
ভূমি মেলার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার ও সহকারী কমিশনার ভুমি মকবুল হোসেন,সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোহাইমিনুল ও সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবিবুজ্জামান মুস্তাবীনসহ ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক মন্ডলী প্রমুখ ।