সংবাদ শিরোনাম :
বিএনপির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলীর আয়োজন
মধুপুরে মহিলাদের ঈদ পুনর্মিলনী

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৯:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর আয়োজনে মহিলাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ঈদের তৃতীয় দিন বুধবার মোহাম্মদ আলী তার গ্রামের বাড়ি অলিপুরে নারীদের এই পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন অ্যাড. মোহাম্মদ আলীর বড় ভাই রফিকুল ইসলাম। এতে বক্তৃতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী, আনোয়ার হোসেন, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরান, আব্দুল্লাহ আল মামুন।
মোহাম্মদ আলী বলেন, ১৯৭৩ সালের নির্বাচনের পর জাতীয় নির্বাচনে লাল মাটির মধুপুরের কোন প্রার্থী নির্বাচিত হননি। এবার একটি সুযোগ হয়েছে। বিএনপির কেন্দ্রীয কার্যনির্বাহী কমিটির এ নেতা উল্লেখ করেন, দলের কেন্দ্রীয় পর্ষদের কর্মি হিসেবে তিনি শহীদ জিয়া ফাউন্ডেশনের পরিচালক হয়েছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দলের প্রধান নেতা থেকে শুরু করে উপজেলা পর্যায়ের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা বিনা পারিশ্রমিকে পরিচালনা করে দলের সাথে সর্বদা সম্পৃক্ত আছেন, ছাত্র জীবন থেকে দলের কাজ করে যাচ্ছেন। দলের নির্দেশনা পালন করছেন। জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতায় তিনি খাটো নন বলেই সামনের জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন । এজন্য এলাকার নারীদের সাথে পরামর্শ করতে এই ঈদোত্তর মিলন মেলার আয়োজন করেছেন।