ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ১০:৩৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১২০ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে চলা ইসরাইলের বর্বরোচিত ও পৈশাচিক হামলা ও গণহত্যা বন্ধের দাবিতে মধুপুরের সিংগারবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা মধুপুরের সিংগারবাড়ীতে নবজাগরণ সমাজ সেবা সংঘ স্থানীয় সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই বিক্ষোভ মিছিল আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি সিংগারবাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদ থেকে আরম্ভ হয়ে দত্তবাড়ী বাজার প্রদক্ষিণ করে পুনরায় সিংগারবাড়ী মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশে সিংগারবাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু মূসা, সিংগারবাড়ী নবজাগরণ সমাজ সেবা সংঘের উপদেষ্টা মো. আব্দুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম ও মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপস্থিত ছিলেন সিংগারবাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আল আমিন, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম মাস্টার, নবজাগরণ সমাজ সেবা সংঘের উপদেষ্টা মোবারক হোসেন, সিংগারবাড়ী নবজাগরণ সমাজ সেবা সংঘের প্রতিষ্ঠাতা খন্দকার বদিউজ্জামান বুলবুল, নবজাগরণ সমাজ সেবা সংঘের সদস্য খালিদ মঞ্জিল মুজাহিদ, আশিক ই রাব্বি নাবিল (নিরব), আরেফিন, সাইফুদ্দিন, ময়নাল হোসেন, ইমরান, শাহরিয়ার, শামীম ও জিহাদসহ সিংগারবাড়ী ও পাশ্ববর্তী এলাকার বিশিষ্ট ও ধর্মপ্রাণ মুসলমানগণ।
বিক্ষোভ মিছিল ও আলোচনা অনুষ্ঠান শেষ করে ফিলিস্তিনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও ফিলিস্তিনে শান্তি কামনায় দোয়া করা হয়।