ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

'আ'লীগের দালাল হিসেবে'

ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

ঢাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হয়ে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান পুলিশে সোপর্দ হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় এমন ঘটনা ঘটিয়ে জনতা রমনা থানায় তাকে সোপর্দ করে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

হামলার ঘটনার একাধিক ভিডিও ছড়িয়েছে ফেইসবুকে। ফুটপাত দিয়ে ধরে নিয়ে যাওযার পথে ওই অভিনেতাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করতে দেখা গেছে। জামা ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় কয়েক যুবক।মারধরের একপর্যায়ে কয়েকজন পুলিশকে এগিয়ে আসতে দেখা গেছে। তখন সিদ্দিক কাঁদছিলেন।
পরে সন্ধ্যা পৌনে ৬টায় রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, জনতা অভিনেতা সিদ্দিকুর রহমানকে থানায় দিয়ে গেছে। তাকে হেফাজতে রাখা হয়েছে।

অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এ দুই মামলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যারচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এজন্য তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের শাহজাদপুর এলাকায় সিদ্দিকের বাসা ঘেরাওয়ের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে।
প্রকাশিত ওই সংবাদে বলা হয়েছে, ঘটনার সময় অভিনেতা সিদ্দিক বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই বাসার সামনে অবস্থান করেন স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তখন স্বজনদের সহযোগিতায় একটি গাড়িতে পালিয়ে যান তিনি।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুক। তিনি প্রয়াত হলে তার শূন্য আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। পরে নৌকা প্রতীকে সেখানে মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হয়ে তথ্য মন্ত্রী হন।

সেবার ভোটের টিকেট না পেয়ে ফেইসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই বেড়াতে যাওয়ার কথা বলে আলোচনায় আসেন অভিনেতা। দ্বাদশ সংসদ নির্বাচনে ওই আসনের পাশাপাশি নিজ এলাকা টাঙ্গাইল-১( মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। ওই আসনে নৌকার প্রার্থী হয়ে পঞ্চম বারের মতো নির্বাচিত হন সাবেক মন্ত্রী ও আ’ লীগের প্রেসিডিয়ামের সদস্য ড. আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক টাঙ্গাইলের মধুপুর থানার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের প্রয়াত মােজাফ্ফর হোসেন মোজার ছেলে। মধুপুর পৌর শহরের আদালত পাড়ার টি এন্ড টি গেটের সামনে তাদের বাসা আছে।
তার বড় ভাই হেকমত আলী ও হান্নানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

'আ'লীগের দালাল হিসেবে'

ছোট পর্দার অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশে সোপর্দ

আপডেট সময় : ১১:৪৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ঢাকায় একদল যুবকের হাতে মারধরের শিকার হয়ে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমান পুলিশে সোপর্দ হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজধানীর কাকরাইল এলাকায় এমন ঘটনা ঘটিয়ে জনতা রমনা থানায় তাকে সোপর্দ করে বলে পুলিশ সূত্র জানিয়েছে।

হামলার ঘটনার একাধিক ভিডিও ছড়িয়েছে ফেইসবুকে। ফুটপাত দিয়ে ধরে নিয়ে যাওযার পথে ওই অভিনেতাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে মারধর করতে দেখা গেছে। জামা ছেঁড়া অবস্থায় তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় কয়েক যুবক।মারধরের একপর্যায়ে কয়েকজন পুলিশকে এগিয়ে আসতে দেখা গেছে। তখন সিদ্দিক কাঁদছিলেন।
পরে সন্ধ্যা পৌনে ৬টায় রমনা থানার ডিউটি অফিসার এসআই জালাল উদ্দিন গণমাধ্যমকর্মীদের জানান, জনতা অভিনেতা সিদ্দিকুর রহমানকে থানায় দিয়ে গেছে। তাকে হেফাজতে রাখা হয়েছে।

অভিনেতা সিদ্দিকুর রহমানের নামে গুলশান থানায় দুটি মামলা রয়েছে। এ দুই মামলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা ও হত্যারচেষ্টার অভিযোগে গুলশান থানায় একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এজন্য তাকে গুলশান থানায় সোপর্দ করা হবে। ইতোমধ্যে গুলশান থানার একটি টিম রমনা থানায় এসেছে তাকে নিয়ে যাওয়ার জন্য।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের শাহজাদপুর এলাকায় সিদ্দিকের বাসা ঘেরাওয়ের ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়েছে।
প্রকাশিত ওই সংবাদে বলা হয়েছে, ঘটনার সময় অভিনেতা সিদ্দিক বাসায় অবস্থান করছিলেন। খবর পেয়ে ওই বাসার সামনে অবস্থান করেন স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তখন স্বজনদের সহযোগিতায় একটি গাড়িতে পালিয়ে যান তিনি।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন চিত্র নায়ক আকবর হোসেন পাঠান ওরফে নায়ক ফারুক। তিনি প্রয়াত হলে তার শূন্য আসনে উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন সিদ্দিক। পরে নৌকা প্রতীকে সেখানে মোহাম্মদ আলী আরাফাত নির্বাচিত হয়ে তথ্য মন্ত্রী হন।

সেবার ভোটের টিকেট না পেয়ে ফেইসবুক লাইভে এসে ‘মন ভালো করতে’ দুবাই বেড়াতে যাওয়ার কথা বলে আলোচনায় আসেন অভিনেতা। দ্বাদশ সংসদ নির্বাচনে ওই আসনের পাশাপাশি নিজ এলাকা টাঙ্গাইল-১( মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। ওই আসনে নৌকার প্রার্থী হয়ে পঞ্চম বারের মতো নির্বাচিত হন সাবেক মন্ত্রী ও আ’ লীগের প্রেসিডিয়ামের সদস্য ড. আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক টাঙ্গাইলের মধুপুর থানার কুড়ালিয়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের প্রয়াত মােজাফ্ফর হোসেন মোজার ছেলে। মধুপুর পৌর শহরের আদালত পাড়ার টি এন্ড টি গেটের সামনে তাদের বাসা আছে।
তার বড় ভাই হেকমত আলী ও হান্নানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

 

শালবনবার্তা২৪.কম/এআর