গোপালপুরের অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন ভষ্মিভূত

- আপডেট সময় : ০৯:০৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের গোপালপুরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে মোশারফ হোসেন (৫৫) নামে এক দরিদ্র কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গবাদিপশুসহ ঘরের সকল আসবাবপত্র ভষ্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ৬টি ছাগল ও ১টি গরু পুড়ে মারা যায়। এছাড়া ৭টি গরু, গোলার ধান, চাউল, ঘরের রাখা সমস্ত জিনিসপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার (৭মে) দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি। ক্ষতিগ্রস্ত মোশারফ হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামের মৃত আঃ গফুরের সন্তান।
স্থানীয় প্রতিবেশি সিনিয়র শিক্ষক মোঃ আতিকুর রহমান জানান, দরিদ্র ওই কৃষক একজন দিনমজুর। অনেক কষ্টে বাড়ীতে ৬টি ছাগল ও ৮টি গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। বাড়ীতে একটি ঘরের অর্ধেকে তারা সস্ত্রীক থাকেন, বাকী অর্ধেকাংশে গরু ও ছাগল রাখেন। রাত একটার দিকে হঠাৎ এক অগ্নিকাণ্ডে তার ঘরপুড়ে ভষ্মিভূত হয়। সে ঘুম থেকে জেগে দ্রুত স্ত্রীকে নিয়ে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পান।
আগুনে সব হারিয়ে নির্বাক ওই কৃষক দম্পতি বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন। এক রাতেই পরিবারটির স্বপ্ন পুড়ে ছাই হওয়ায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শালবনবার্তা২৪.কম/এআর