টাঙ্গাইলে শ্রেষ্ঠ এসআই হেলাল, টিএসআই সাজ্জাদ পুরস্কৃত

- আপডেট সময় : ০৪:৩৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

নির্ধারিত দায়িত্ব পালনের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন (নিরস্ত্র) জেলার শ্রেষ্ঠ এস আই এবং পরিবহণ সেক্টরে অনিয়মের বিরুদ্ধে সর্বোচ্চ মামলা দায়ের করে সাজ্জাদ হোসেন শ্রেষ্ঠ টিএসআই নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৪ জুলাই) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে তারা পুরষ্কৃত হন। টাঙ্গাইল জেলার পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় সেখানে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।
মধুপুর থানায় অধিক হারে সাজাপ্রাপ্ত, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ মাদকদ্রব্য উদ্ধার, নিয়মিত মামলা তদন্ত করে তার রহস্য উদঘাটনে বিশেষ ভূমিকার জন্য এসআই মোহাম্মদ হেলাল উদ্দিনকে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্মাননা দেয়া হয়। তিনি এর আগে অন্তত তিন জেলায় দায়িত্ব পালন করে পাঁচ বার শ্রেষ্ঠ নির্বাচিত হন।
অপর দিকে টাঙ্গাইল জেলায় ৫ম বারের মত শ্রেষ্ঠ টিএসআই নির্বাচিত হয়েছেন মধুপুরের ট্রাফিক অফিসার মো. সাজ্জাদ হোসেন। তিনি জুন মাসে শতাধিক মামলা করে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা রাজস্ব খাতে জরিমানা জমার ব্যবস্থা করে জেলায় শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হয়েছেন।
মধুপুর থানা সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন। পুরস্কৃত দুই পুলিশ সদস্য শ্রেষ্ঠ হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।