ঢাকা ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মা বাবার কবরের পাশে দাফন

মধুপুর শহীদ স্মৃতির সাবেক অধ্যক্ষ মনসুরুর রহমানের প্রয়াণ

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ৭৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের অন্যতম সেরা বিদ্যাপীঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মনসুরুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিালি ওয়া ইন্না ইলালি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর নিজস্ব বাসায় বসবাসরত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি একই জেলার সখীপুরের কালিয়ানে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নাগরপুর কলেজে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করে মনসুরুর রহমান বেশ কয়েকটি কলেজে শিক্ষকতা করেছেন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকার বাড্ডার একেএম রহমতুল্লাহ কলেজ, কালিহাতীর শাহজাজান সিরাজ কলেজ,লায়ন নজরুল কলেজ,বাসাইল ডিগ্রি কলেজ, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজসহ ৭ টি কলেজে। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ২০০২ সালের ১ সেপ্টম্বর যোগ দিয়ে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি অবসরে যান।

বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভোগ ছিলেন এই শিক্ষাবিদ। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অনেক স্বজন ও অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে কালহাতী শাহজাহান সিরাজ কলেজ মাঠে প্রয়াত মনসুরুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সখীপুরের কালিয়ান গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা অধ্যাপক মির্জা মহিউদ্দিন, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আজাহার আলী মিয়া, টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, লায়ন নজরুল কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান,শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান প্রয়াতের জানাজায় স্মৃতিচারণ করে বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

One thought on “মধুপুর শহীদ স্মৃতির সাবেক অধ্যক্ষ মনসুরুর রহমানের প্রয়াণ

  1. ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ট্যাগস :
error: Content is protected !!

মা বাবার কবরের পাশে দাফন

মধুপুর শহীদ স্মৃতির সাবেক অধ্যক্ষ মনসুরুর রহমানের প্রয়াণ

আপডেট সময় : ০৬:০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

টাঙ্গাইলের অন্যতম সেরা বিদ্যাপীঠ মধুপুর শহীদ স্মৃতি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ মনসুরুর রহমান ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিালি ওয়া ইন্না ইলালি রাজিউন)। বুধবার রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর নিজস্ব বাসায় বসবাসরত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। তার গ্রামের বাড়ি একই জেলার সখীপুরের কালিয়ানে। বিভিন্ন সামাজিক সংগঠন ও বিশিষ্টজন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নাগরপুর কলেজে প্রভাষক হিসেবে চাকরি জীবন শুরু করে মনসুরুর রহমান বেশ কয়েকটি কলেজে শিক্ষকতা করেছেন। অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন ঢাকার বাড্ডার একেএম রহমতুল্লাহ কলেজ, কালিহাতীর শাহজাজান সিরাজ কলেজ,লায়ন নজরুল কলেজ,বাসাইল ডিগ্রি কলেজ, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজসহ ৭ টি কলেজে। মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তিনি ২০০২ সালের ১ সেপ্টম্বর যোগ দিয়ে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি অবসরে যান।

বার্ধক্যজনিত শারীরিক নানা জটিলতায় ভোগ ছিলেন এই শিক্ষাবিদ। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এক মেয়েসহ অনেক স্বজন ও অসংখ্য শিক্ষার্থী রেখে গেছেন।
বৃহস্পতিবার সকালে কালহাতী শাহজাহান সিরাজ কলেজ মাঠে প্রয়াত মনসুরুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সখীপুরের কালিয়ান গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা অধ্যাপক মির্জা মহিউদ্দিন, জেলা কমিটির সভাপতি অধ্যাপক আজাহার আলী মিয়া, টাঙ্গাইল জেলা অধ্যক্ষ পরিষদের সভাপতি ও মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশীদ খান চুন্নু, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর, লায়ন নজরুল কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান,শাহজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান প্রয়াতের জানাজায় স্মৃতিচারণ করে বক্তৃতা করেন।