ফ্যাসিবাদের সমর্থকদের আইনের আওতায় আনার দাবি রিজভীর
- আপডেট সময় : ১২:৪৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছে এবং ফ্যাসিবাদের বয়ানে সুর মিলিয়েছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। জনগণ তাদের বিচার দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, আমরা সবাই ভুক্তভোগী। প্রত্যেকেই শত শত মামলার আসামি। কিন্তু আমাদের সামনে অন্য কাউকে লাঞ্ছিত হতে দেখতে চাই না। তবে যারা ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়েছে, তারা আইনের মুখোমুখি হওয়া উচিত। জনগণ তাদের বিচারের দাবি করছে।
তিনি জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি এখন ক্ষমতায় নেই, অথচ দায়ভার বিএনপির ওপর চাপানো হচ্ছে। নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “লাল শার্ট পরা যে হামলাকারী, সে কে?” গণতন্ত্রে সমালোচনা করার অধিকার সবার আছে বলেও মন্তব্য করেন রিজভী।
রিজভী আরও বলেন, ২০১৪ সালের নির্বাচন ছিল ভোটারশূন্য, অথচ জাতীয় পার্টি অংশ নিলো। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিলেও প্রার্থীদের গ্রেপ্তার করা হলো। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় জাতীয় পার্টি সহযোগিতা করেছে এবং ভারতকে খুশি করার জন্য দলটির শীর্ষ নেতারা প্রকাশ্যে নির্ভরশীলতার কথা বলেছেন।
বিএনপির এই নেতা স্পষ্ট করেন, তাদের দল কোনো মব সংস্কৃতিতে বিশ্বাসী নয় এবং অবৈধ নির্যাতন বা অত্যাচারকে সমর্থন করে না। তবে তিনি প্রশ্ন তোলেন, “কে আওয়ামী ফ্যাসিবাদকে রক্ষা করেছে এবং কারা এই দেশে ভয়ংকর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে?”
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরীসহ বিভিন্ন নেতা।















