আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত ১ হাজার ৪০০ ছাড়াল
- আপডেট সময় : ১২:৫২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ১৮২ বার পড়া হয়েছে

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ২৫১ জন এবং প্রায় ৮ হাজার বাড়িঘর সম্পূর্ণভাবে ধসে গেছে। হতাহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ বুধবার এক বিবৃতিতে জানান, গত রোববার রাতে পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের জালালাবাদ শহরের কাছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর অল্প সময় পরই আরও দুটি আফটার শক হয়, যেগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ এবং ৪ দশমিক ৫।
কুনার প্রদেশের দুর্যোগ মোকাবিলা দপ্তরের প্রধান এহসানউল্লাহ এহসান জানান, এখন পর্যন্ত ১ হাজার ৪০০ মরদেহ উদ্ধার করা হয়েছে, তবে ধ্বংসস্তূপে আরও অনেক মরদেহ আটকে থাকতে পারে। তিনি বলেন, উদ্ধারকর্মীরা সর্বোচ্চ গতিতে কাজ চালিয়ে যাচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত খাদ্য ও ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে অবস্থিত হওয়ায় কুনার প্রদেশের বেশিরভাগ এলাকা দুর্গম। গ্রামীণ অঞ্চলের বাড়িগুলো মূলত রোদে শুকানো ইট দিয়ে তৈরি হওয়ায় ভূমিকম্পে সেগুলো সহজেই ধসে পড়ে বিপুল ধ্বংসযজ্ঞ ঘটেছে। এসব ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধার করা উদ্ধারকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
উদ্ধারকাজে সহায়তা করতে আফগান সেনাবাহিনী ইতোমধ্যে যোগ দিয়েছে। আহতদের অনেকে কুনারের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, বাকিদের পাঠানো হয়েছে নানগারহার ও রাজধানী কাবুলের বিভিন্ন হাসপাতালে।
এহসান আরও জানান, দেশি-বিদেশি মানবিক সহায়তা সংস্থাগুলো ইতোমধ্যে দুর্গত এলাকায় কাজ শুরু করেছে। খাদ্য ও ত্রাণ সামগ্রী পর্যাপ্ত থাকায় খুব দ্রুত ক্ষতিগ্রস্তদের মধ্যে তা বিতরণ শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় ও আন্তর্জাতিক সহযোগিতায় এ বিপর্যয় মোকাবিলা সহজ হবে।






















