ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু

- আপডেট সময় : ০৪:১৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে মোট ৮১০ বুথে চলছে এই ভোটগ্রহণ।
ভোট শুরুর আগেই সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে ভিড় এড়াতে আগে ভাগেই এসে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। সকাল ৭টার দিকে সব কেন্দ্রে ব্যালট বাক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা খোলা হয়।
ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। প্রধান প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট, টিএসসিতে স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণকক্ষ। পুলিশ, র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করছে বিজিবি সদস্যরাও।
প্রচারণার শেষ দিন ছিল গত রোববার। সারাদিন ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ, স্লোগান ও প্রচারণায় প্রার্থীদের কর্মীরা সরব ছিলেন।
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। বিকেল ৪টার আগে লাইনে দাঁড়ানো সব শিক্ষার্থীই ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।