ঢাকা ১১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘বিএনপি’র ৪০ জনের জামায়াতে যোগদান’ 

‘অপপ্রচার’ দাবি করে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

বিএনপি থেকে ৪০ জনের বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদানের একটি সংবাদ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপি সংবাদ সম্মেলন করেছে। মিথ্যা,অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার বিকেলে মধুপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ময়মনসিংহ সড়কের সরকার ভবনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন,মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ৪০ জন বিএনপি নেতা-কর্মী নাগবাড়ী মাদরাসা মাঠে শনিবার(৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। কিন্তু যোগদান করা কোন ব্যক্তি বিএনপির সাথে সম্পৃক্ত নয়। ১ নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কেউ ওই যোগদানের তালিকায় নেই। ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আলী ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। যারা যোগদান করেছে, তাদের অনেকে আওয়ামী লীগের সমর্থক এবং কয়েকজন জামায়াতের কর্মী।” তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নাটক সাজিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। তিনি বলেন, মধুপুরের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানামুখী প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হয়েছে। একে ঘৃণ্য ষড়যন্ত্র দাবি করে তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং গণমাধ্যমে এমন মিথ্যাচারের তথ্য প্রচার করে গণমানুষের কাছে পৌছে দেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক,মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ ওয়ার্ড কমিটির অর্ধশতাধিক নেতা-কর্মী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

‘বিএনপি’র ৪০ জনের জামায়াতে যোগদান’ 

‘অপপ্রচার’ দাবি করে মধুপুর পৌর বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৬:৪৩:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫

বিএনপি থেকে ৪০ জনের বাংলাদেশ জামায়াতে ইসলামে যোগদানের একটি সংবাদ অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের প্রতিবাদে টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপি সংবাদ সম্মেলন করেছে। মিথ্যা,অপপ্রচার ও ষড়যন্ত্র দাবি করে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এর তীব্র নিন্দা জানিয়েছেন। রোববার বিকেলে মধুপুর পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের ময়মনসিংহ সড়কের সরকার ভবনের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ দাবি করেন,মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডের ৪০ জন বিএনপি নেতা-কর্মী নাগবাড়ী মাদরাসা মাঠে শনিবার(৮ নভেম্বর) রাতে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। কিন্তু যোগদান করা কোন ব্যক্তি বিএনপির সাথে সম্পৃক্ত নয়। ১ নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্যের কেউ ওই যোগদানের তালিকায় নেই। ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ আলী ও সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, “এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। যারা যোগদান করেছে, তাদের অনেকে আওয়ামী লীগের সমর্থক এবং কয়েকজন জামায়াতের কর্মী।” তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নাটক সাজিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন। তিনি বলেন, মধুপুরের বিএনপির নেতাকর্মীদের মধ্যে নানামুখী প্রশ্ন তোলার অপচেষ্টা চালানো হয়েছে। একে ঘৃণ্য ষড়যন্ত্র দাবি করে তিনি নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং গণমাধ্যমে এমন মিথ্যাচারের তথ্য প্রচার করে গণমানুষের কাছে পৌছে দেয়ার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম সিদ্দিক,মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জলিলসহ ওয়ার্ড কমিটির অর্ধশতাধিক নেতা-কর্মী।