ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

স্টাফ করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁকে বোকারবাইদ ঈদগাহর পাশে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে। বোকারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে জেলার সংশ্লিষ্ট একদল চৌকস পুলিশ সদস্য।

এর আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুলেল শ্রদ্ধা জনানো হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মীর্জা মো. জুবায়ের হোসেন এ শ্রদ্ধা জানান। এসময় তার সাথে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির ও ওসি (তদন্ত) রাসেল আহমেদ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুস সামাদ তালুকদার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বক্তৃতা করেন। জানাজা নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে।

ওই গ্রামের মরহুম মারফত আলী সরকারের ছোট ছেলে আব্দুল হালিম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোক সন্তপ্ত পরিবােরর প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ জানান, মুক্তিযুদ্ধে তাঁর সঙ্গী ছিলেন আব্দুল হালিম। অসীম সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেছেন। দেশের জন্য তাঁর অবদান অকৃত্রিম। জাতি তাঁর অকৃত্রিম অবদানের কথা স্মরণ রাখবে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

বেশ কিছুদিন অসুস্থ থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মৃত্যু কালে তিনি এক পুত্র, দুই মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী পূর্বেই মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

আপডেট সময় : ০৫:৫৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুম্মা রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে তাঁকে বোকারবাইদ ঈদগাহর পাশে সামাজিক কবর স্থানে দাফন করা হয়েছে। বোকারবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদর্শন করে জেলার সংশ্লিষ্ট একদল চৌকস পুলিশ সদস্য।

এর আগে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি ফুলেল শ্রদ্ধা জনানো হয়। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মীর্জা মো. জুবায়ের হোসেন এ শ্রদ্ধা জানান। এসময় তার সাথে মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির ও ওসি (তদন্ত) রাসেল আহমেদ ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে আব্দুস সামাদ তালুকদার মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বক্তৃতা করেন। জানাজা নামাজ শেষে তাঁকে দাফন করা হয়েছে।

ওই গ্রামের মরহুম মারফত আলী সরকারের ছোট ছেলে আব্দুল হালিম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। মহান মুক্তিযুদ্ধের এই বীর সেনানীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে মধুপুর মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শোক জানানো হয়েছে। শোক সন্তপ্ত পরিবােরর প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ জানান, মুক্তিযুদ্ধে তাঁর সঙ্গী ছিলেন আব্দুল হালিম। অসীম সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেছেন। দেশের জন্য তাঁর অবদান অকৃত্রিম। জাতি তাঁর অকৃত্রিম অবদানের কথা স্মরণ রাখবে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।

বেশ কিছুদিন অসুস্থ থেকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আউশনারা ইউনিয়নের বোকারবাইদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

মৃত্যু কালে তিনি এক পুত্র, দুই মেয়ে রেখে গেছেন। তাঁর স্ত্রী পূর্বেই মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।