মধুপুরে বাঁশবাহী ট্রাকের সাথে দুর্ঘটনায় যুবক নিহত
- আপডেট সময় : ০৭:৫৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে

মোটরসাইকেলযোগে ঘাটাইলে থেকে মধুপুর যাওয়ার পথে বাঁশবাহী ট্রাকের বাঁশের সাথে সংঘর্ষে কামাল হোসেন (৪১) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি আলোক হেলথ কেয়ার হাসপাতালের সাবেক ম্যানেজার। নিহত কামাল হোসেন ঘাটাইল উপজেলার রসুলপুরের ধলুয়া গড়ানচালা এলাকার জনৈক হাতেম আলীর ছেলে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ডের দক্ষিণে গোমা বাসস্ট্যান্ড এলাকার বেকারকোণা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আলোক হেলথ কেয়ার হাসপাতালের বর্তমান ম্যানেজার সিদ্দিকুর রহমান জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে কামাল হোসেন ঘাটাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাঁশ ভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে তিনি বাঁশের আঘাতে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ জাফর ইকবাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















