প্রার্থিতা ফিরে পেতে হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর হাইকোর্টে রিট
- আপডেট সময় : ০৫:১৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ১২ বার পড়া হয়েছে

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর করা আপিলের পর মনোনয়ন বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। নির্বাচন কমিশনের (ইসি) ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার (১৯ জানুয়ারি) তিনি রিটটি দায়ের করেন।
রিট আবেদনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা প্রাথমিক যাচাই-বাছাইয়ে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন। তবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আপিলের শুনানি শেষে ঋণ খেলাপির তথ্য গোপনের অভিযোগে গত শনিবার (১৭ জানুয়ারি) ইসি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে।
আইনগত দিক থেকে পরিস্থিতি আরও জটিল হয়েছে মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপি সংক্রান্ত বিষয়ে। চেম্বার আদালত তার নামে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। গত বুধবার (১৪ জানুয়ারি) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের আদালত এই আদেশ দেন। বর্তমান অবস্থায় আইন অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেই সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে প্রিমিয়ার ব্যাংকের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, মঞ্জুরুল আহসান মুন্সী তার ঋণ পুনঃতফসিল করেছেন। রুল নিষ্পত্তি হলে দ্রুতই তিনি ঋণ খেলাপির তালিকা থেকে মুক্ত হতে পারেন বলে দাবি করা হয়।
শুনানিকালে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে ব্যারিস্টার বিভূতি তরফদার এবং অপরপক্ষে আইনজীবী সাইফুল্লাহ মামুন আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
মনোনয়ন বাতিল, ঋণ খেলাপি ইস্যু ও পাল্টাপাল্টি আবেদনের মধ্য দিয়ে কুমিল্লা–৪ আসনের নির্বাচনী পরিস্থিতি এখন আদালতনির্ভর হয়ে পড়েছে। হাইকোর্টের রিট নিষ্পত্তির ফলই নির্ধারণ করবে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে থাকার ভবিষ্যৎ।






















