ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মধুপুরে ৪ ফার্মেসিতে অভিযান

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ ৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর পৌরসভার বিভিন্ন স্থানের ফার্মেসিতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইলের ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আহসান হাবীব।
সহযোগিতায় ছিলেন এসআই আবুল কালামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রি ও অ্যান্টিবায়োটিকের রেজিস্টার সংরক্ষণ না করার বিষয় পরিলক্ষিত হয়। এসব অপরাধে ৪টি ফার্মেসির মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত আরো উল্লেখ করেন, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

শালবনবার্তা২৪.কম/এসআই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরে ৪ ফার্মেসিতে অভিযান

মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে জরিমানা

আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ৪ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখাসহ নানা অনিয়মের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে মধুপুর পৌরসভার বিভিন্ন স্থানের ফার্মেসিতে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইলের ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক আহসান হাবীব।
সহযোগিতায় ছিলেন এসআই আবুল কালামের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, নির্ধারিত মূল্যের অধিক মূল্যে ঔষধ বিক্রি ও অ্যান্টিবায়োটিকের রেজিস্টার সংরক্ষণ না করার বিষয় পরিলক্ষিত হয়। এসব অপরাধে ৪টি ফার্মেসির মালিককে ঔষধ ও কসমেটিকস্ আইন, ২০২৩ অনুসারে মোট ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালত আরো উল্লেখ করেন, জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।

শালবনবার্তা২৪.কম/এসআই