সংবাদ শিরোনাম :
মধুপুর যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ দুই মাদক সেবনকারী আটক

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৪:১৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ১৮৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে যৌথ বাহিনীর অভিযানে ছয় পিস ইয়াবা সহ মাদক সেবনকারী দু’জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ই মার্চ) রাত সাড়ে আটটায় টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পৌর শহরের চালাস এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ওয়া:অফি: হাবিব ৩৭ এডি এর নেতৃত্বে মধুপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও ধনবাড়ী থানা পুলিশ তল্লাশী চালিয়ে ৬ পিচ ইয়াবা সহ ইয়াবা সেবনকারী দু’জনকে আটক করেন।
আটককৃতরা হলেন জামালপুর সদরের হাজারী পুরা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ রিয়াজুল ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের ভাবানী টেকি এলাকার আব্দুর রশিদের ছেলে মিজানুর রহমান।
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।