ভেজাল খাদ্য উৎপাদন
মধুপুরে দুই কারখানার ৭৫ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৩:৩৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৪২৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে দুই কারখানার ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৮ মার্চ) বিকেলে মধুপুর উপজেলার টেংরী মৌজার দুটি ফ্যাক্টরিতে একটি টিম অভিযান চালানোর পর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার নেতৃত্বে অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জনায়, উপজেলার টেংরি এলাকাতে বিএসটিআই-এর অনুমোদনহীন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি খাদ্য পণ্য বুন্দিয়া, খুরমা, নিমকি তৈরিতে নিষিদ্ধ রং ও পোড়া তেলের ব্যবহার দেখতে পায টিম। সংশ্লিষ্ট অপরাধে দুই ফ্যাক্টরি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে মোট ৭৫,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। পাশাপাশি নিষিদ্ধ রঙের ব্যবহার বন্ধের নির্দেশ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।
অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতায় ছিল মধুপুর সেনা ক্যাম্পের একটি দল।















