সংবাদ শিরোনাম :
মধুপুর ভূমি অফিসের ইফতার মাহফিল

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
- আপডেট সময় : ০৪:৫৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ১৯ রমজানে উপজেলার অফিসার্স ক্লাব মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন। অনুষ্ঠানে দেশের কল্যাণ ও গাজাবাসীকে ইসরাইলের আক্রমণের হাত থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ ছাড়াও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।