ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পোশাক শ্রমিকসহ সবার বকেয়া বেতন ও পূর্ণ বোনাসের দাবি এনসিপির

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৭:১৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

ঈদের আগেই পোশাক শ্রমিকসহ সব শ্রমিকের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৫ মার্চ) সংগঠনের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন রিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ দাবি জানানো হয়।

বার্তায় বলা হয়, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি, বিভিন্ন কল-কারখানায় বেতন-বোনাসের জন্য শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রম ভবনের সামনেও শ্রমিকরা অবস্থান করছেন। এর মধ্যে স্টাইল ক্রাফটস লিমিটেডের শ্রমিকদের ১৪ মাসের মজুরি বকেয়া রয়েছে। আন্দোলনরত অবস্থায় স্ট্রোক করে স্টাইল ক্রাফটসের কর্মকর্তা রাম প্রসাদ সিং জনির মৃত্যু হয়েছে। একই স্থানে তিন মাসের বকেয়া মজুরির দাবিতে অ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করছেন। এ ছাড়া, এক মাসের বকেয়া বেতন ও লে-অফ ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সামনে ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা অবস্থান করছেন।

বার্তায় আরো বলা হয়, শুধু পোশাক শ্রমিক নয়, সিলেটের কালাগুল, বুরজান, ছড়াগানসহ চারটি চা-বাগানের শ্রমিকরা ১৪ সপ্তাহ ধরে মজুরি এবং ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছেন না। এসব সমস্যা সমাধানে সরকারকে দায়িত্বশীল অবস্থান থেকে শ্রমিকের সমস্যার সুরাহা করতে হবে। শ্রমিকের জীবনের সংকটকে আড়াল করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন শ্রমিকরা। ছাত্র-শ্রমিক-জনতার রক্তের ওপর দাঁড়িয়েই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। ফলে সামনের বাংলাদেশ শ্রমজীবী জনতাকে অন্তর্ভুক্ত করেই এগিয়ে যাবে।

ঈদের আগেই আমরা সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের শ্রম খাতকে সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা এখন সময়ের চাহিদা। একই সঙ্গে, ন্যায্য দাবিতে শ্রমিকের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানাই আমরা। পুলিশকে ফ্যাসিস্ট আমলের পুলিশের ভূমিকায় দেখতে চাই না। দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিকদের মজুরি সংক্রান্ত সব ন্যায্য দাবি-দাওয়া পূরণ করার দাবি জানাচ্ছে এনসিপি।

 

শালবনবার্তা২৪.কম/এআর

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পোশাক শ্রমিকসহ সবার বকেয়া বেতন ও পূর্ণ বোনাসের দাবি এনসিপির

আপডেট সময় : ০৭:১৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

ঈদের আগেই পোশাক শ্রমিকসহ সব শ্রমিকের বকেয়া বেতন ও পূর্ণ বোনাস পরিশোধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৫ মার্চ) সংগঠনের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন রিফাত স্বাক্ষরিত এক বার্তায় এ দাবি জানানো হয়।

বার্তায় বলা হয়, গত কয়েকদিন ধরে আমরা লক্ষ্য করছি, বিভিন্ন কল-কারখানায় বেতন-বোনাসের জন্য শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রম ভবনের সামনেও শ্রমিকরা অবস্থান করছেন। এর মধ্যে স্টাইল ক্রাফটস লিমিটেডের শ্রমিকদের ১৪ মাসের মজুরি বকেয়া রয়েছে। আন্দোলনরত অবস্থায় স্ট্রোক করে স্টাইল ক্রাফটসের কর্মকর্তা রাম প্রসাদ সিং জনির মৃত্যু হয়েছে। একই স্থানে তিন মাসের বকেয়া মজুরির দাবিতে অ্যাপারেলস ইকো প্লাস লিমিটেডের শ্রমিকরা আন্দোলন করছেন। এ ছাড়া, এক মাসের বকেয়া বেতন ও লে-অফ ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনের সামনে ভালুকার রোর ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা অবস্থান করছেন।

বার্তায় আরো বলা হয়, শুধু পোশাক শ্রমিক নয়, সিলেটের কালাগুল, বুরজান, ছড়াগানসহ চারটি চা-বাগানের শ্রমিকরা ১৪ সপ্তাহ ধরে মজুরি এবং ৮ সপ্তাহ ধরে রেশন পাচ্ছেন না। এসব সমস্যা সমাধানে সরকারকে দায়িত্বশীল অবস্থান থেকে শ্রমিকের সমস্যার সুরাহা করতে হবে। শ্রমিকের জীবনের সংকটকে আড়াল করা যাবে না। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অংশীজন শ্রমিকরা। ছাত্র-শ্রমিক-জনতার রক্তের ওপর দাঁড়িয়েই ফ্যাসিবাদী শেখ হাসিনার পতন নিশ্চিত হয়েছে। ফলে সামনের বাংলাদেশ শ্রমজীবী জনতাকে অন্তর্ভুক্ত করেই এগিয়ে যাবে।

ঈদের আগেই আমরা সব শ্রমিকের বেতন-বোনাস পরিশোধ করার জোর দাবি জানাচ্ছি। বাংলাদেশের শ্রম খাতকে সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা এখন সময়ের চাহিদা। একই সঙ্গে, ন্যায্য দাবিতে শ্রমিকের আন্দোলনে পুলিশি হামলার নিন্দা জানাই আমরা। পুলিশকে ফ্যাসিস্ট আমলের পুলিশের ভূমিকায় দেখতে চাই না। দ্রুততম সময়ে অন্তর্বর্তীকালীন সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে শ্রমিকদের মজুরি সংক্রান্ত সব ন্যায্য দাবি-দাওয়া পূরণ করার দাবি জানাচ্ছে এনসিপি।

 

শালবনবার্তা২৪.কম/এআর