ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে

স্ত্রীর থেকে তালাকের বার্তায় দুধ দিয়ে গোসল স্বামীর

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১১:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

৫ বছর সংসার জীবনে নানা চরাই উৎরাই।
সুখের সংসার করার কতই না উদ্যোগ। সাংসারিক দ্বন্দ্ব মেটানোর মীমাংসা বৈঠকে ব্যর্থ চেষ্টা হয়েছে অনেক বার। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশেষে ব্যর্থ আরেক বৈঠকের শেষ দিকে স্ত্রীর পক্ষ থেকে সিদ্ধান্ত এলো তালাকের। বৈঠকের ওই বার্তায় পূর্বের সব কষ্ট ভুলে মুক্তির আনন্দে ৫ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন সেলিম মিয়া নামের এক স্বামী।
রোববার (২৯ জুন) বিকেলের এ ঘটনাটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী ডিপটিউবল পাড় এলাকার।
দুধে গোসল করা সেলিম ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। পেশায তিনি ক্ষুদ্র ব্যবসায়ী।
তিনি এ ঘটনা ঘটিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তার এ দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল।
স্থানীয় জনৈক আবদুলসহ অনেকে জানান, একই উপজেলার আলোকদিয়ার ইউনিয়নের শঠিবাড়ী বেঙ্গাইকুড়ি গ্রামের ফরহাদ আলীর মেয়ে রেশমী জান্নাত রিয়ার সাথে ২০২০ সালের ২ জুন দুই লাখ টাকা কাবিনে পারিবারিকভাবে সেলিমের বিয়ে হয়। সুখ না থাকলেও তাদের সংসারে এক ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের ৪ মাস পর থেকে ছোট খাটো বিষয়ে অশান্তি হতে থাকে। সংসার টিকিয়ে রাখতে এবং সুখ শান্তির জন্য মা-বাবাকে ছেড়ে রিয়াকে নিয়ে সেলিম আলাদা বাড়িতে থাকতেন। তবুও সামান্য বিষয় নিয়ে দাম্পত্য কলহ কমাতে পারেননি। এক পর্যায়ে ২ বছর পরে তাদের সংসারে একটি ছেলে সন্তান হয়। ছেলের আগমনেও পরিবর্তন আসেনি। সম্প্রতি তিন বছরের ছেলে সন্তান আয়াত’কে নিয়ে বাবার বাড়িতে চলে যান স্ত্রী । এ নিয়ে ৫/৬ বার মিমাংসার জন্য সালিশি বৈঠক হয়। কিন্তু কোন সমাধান হয়নি। জটিলতা বেড়েছে।

রেশমী জান্নাত রিয়ার এক চাচা শঠিবাড়ী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া জানান, ছোটখাটো ঘটনায় সেলিম স্ত্রীর উপর হাত তুলতেন। একবার সেলিম শ্বশুরকে মারতে উদ্ধত হন। এমন ঘটনায় অশান্তি লেগেই থাকতো। এটা শুরু থেকেই। এসব নিয়ে মামলাও হয়েছে। সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে । এই সংসার টেকানোর চেষ্টায় অন্তত ২০ টি বৈঠক হয়েছে।

এদিকে সবশেষে রবিবার (২৯ জুন) সকাল নয়টায় জলছত্র কাঁচামাল বাজারজাত ও সংরক্ষণ সমবায় সমিতির অফিস কক্ষে সালিশি বৈঠক বসে। এবারও কোন প্রকার মিমাংসা যখন হচ্ছিল না তখন স্ত্রী রেশমী জান্নাত রিয়া ডিভোর্স দেয়ার ঘোষণা দিলে ৫ বছরের সংসার ভাঙ্গার ইঙ্গিত আসে। স্ত্রীর নিজের ইচ্ছায় চলে যাওয়ার এ সিদ্ধান্তে দুংখ পেলেও কষ্ট দূরের বার্তায় সেলিম উচ্ছ্বসিত হন। সে উচ্ছ্বাস থেকে বাড়ি ফিরে দুধে গোসল কান্ড ঘটিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। গোসলে তিনি ৫ লিটার গরুর দুধ ব্যবহার করেছেন ।
দুধে গোসলের অনুভূতি প্রকাশে তিনি জানান, ৫ বছর ভুল মানুষের সঙ্গে সংসার করেছি, মুক্তির আনন্দে দুধ দিয়ে গোছল করে ‘পাপমুক্ত’ হলাম। তিনি আরও বলেন, কোনো পুরুষ মানুষের কপালে যেন আমার স্ত্রীর মতো স্ত্রী না জুটে ।
উল্লখ্য, শালিসের সিদ্ধান্ত আদালতের মামলা তুলে নেয়ার পর কার্যকর হবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া মাতাবাবরগণ।

 

শালবনবার্তা২৪.কম/এআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

error: Content is protected !!

ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে

স্ত্রীর থেকে তালাকের বার্তায় দুধ দিয়ে গোসল স্বামীর

আপডেট সময় : ১১:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

৫ বছর সংসার জীবনে নানা চরাই উৎরাই।
সুখের সংসার করার কতই না উদ্যোগ। সাংসারিক দ্বন্দ্ব মেটানোর মীমাংসা বৈঠকে ব্যর্থ চেষ্টা হয়েছে অনেক বার। কিন্তু কিছুতেই কিছু হয়নি। অবশেষে ব্যর্থ আরেক বৈঠকের শেষ দিকে স্ত্রীর পক্ষ থেকে সিদ্ধান্ত এলো তালাকের। বৈঠকের ওই বার্তায় পূর্বের সব কষ্ট ভুলে মুক্তির আনন্দে ৫ লিটার গরুর দুধ দিয়ে গোসল করেছেন সেলিম মিয়া নামের এক স্বামী।
রোববার (২৯ জুন) বিকেলের এ ঘটনাটি টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী ডিপটিউবল পাড় এলাকার।
দুধে গোসল করা সেলিম ওই এলাকার নাজিম উদ্দিনের ছেলে। পেশায তিনি ক্ষুদ্র ব্যবসায়ী।
তিনি এ ঘটনা ঘটিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। তার এ দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল।
স্থানীয় জনৈক আবদুলসহ অনেকে জানান, একই উপজেলার আলোকদিয়ার ইউনিয়নের শঠিবাড়ী বেঙ্গাইকুড়ি গ্রামের ফরহাদ আলীর মেয়ে রেশমী জান্নাত রিয়ার সাথে ২০২০ সালের ২ জুন দুই লাখ টাকা কাবিনে পারিবারিকভাবে সেলিমের বিয়ে হয়। সুখ না থাকলেও তাদের সংসারে এক ছেলে সন্তানের জন্ম হয়। বিয়ের ৪ মাস পর থেকে ছোট খাটো বিষয়ে অশান্তি হতে থাকে। সংসার টিকিয়ে রাখতে এবং সুখ শান্তির জন্য মা-বাবাকে ছেড়ে রিয়াকে নিয়ে সেলিম আলাদা বাড়িতে থাকতেন। তবুও সামান্য বিষয় নিয়ে দাম্পত্য কলহ কমাতে পারেননি। এক পর্যায়ে ২ বছর পরে তাদের সংসারে একটি ছেলে সন্তান হয়। ছেলের আগমনেও পরিবর্তন আসেনি। সম্প্রতি তিন বছরের ছেলে সন্তান আয়াত’কে নিয়ে বাবার বাড়িতে চলে যান স্ত্রী । এ নিয়ে ৫/৬ বার মিমাংসার জন্য সালিশি বৈঠক হয়। কিন্তু কোন সমাধান হয়নি। জটিলতা বেড়েছে।

রেশমী জান্নাত রিয়ার এক চাচা শঠিবাড়ী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া জানান, ছোটখাটো ঘটনায় সেলিম স্ত্রীর উপর হাত তুলতেন। একবার সেলিম শ্বশুরকে মারতে উদ্ধত হন। এমন ঘটনায় অশান্তি লেগেই থাকতো। এটা শুরু থেকেই। এসব নিয়ে মামলাও হয়েছে। সংসার ভাঙ্গার উপক্রম হয়েছে । এই সংসার টেকানোর চেষ্টায় অন্তত ২০ টি বৈঠক হয়েছে।

এদিকে সবশেষে রবিবার (২৯ জুন) সকাল নয়টায় জলছত্র কাঁচামাল বাজারজাত ও সংরক্ষণ সমবায় সমিতির অফিস কক্ষে সালিশি বৈঠক বসে। এবারও কোন প্রকার মিমাংসা যখন হচ্ছিল না তখন স্ত্রী রেশমী জান্নাত রিয়া ডিভোর্স দেয়ার ঘোষণা দিলে ৫ বছরের সংসার ভাঙ্গার ইঙ্গিত আসে। স্ত্রীর নিজের ইচ্ছায় চলে যাওয়ার এ সিদ্ধান্তে দুংখ পেলেও কষ্ট দূরের বার্তায় সেলিম উচ্ছ্বসিত হন। সে উচ্ছ্বাস থেকে বাড়ি ফিরে দুধে গোসল কান্ড ঘটিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। গোসলে তিনি ৫ লিটার গরুর দুধ ব্যবহার করেছেন ।
দুধে গোসলের অনুভূতি প্রকাশে তিনি জানান, ৫ বছর ভুল মানুষের সঙ্গে সংসার করেছি, মুক্তির আনন্দে দুধ দিয়ে গোছল করে ‘পাপমুক্ত’ হলাম। তিনি আরও বলেন, কোনো পুরুষ মানুষের কপালে যেন আমার স্ত্রীর মতো স্ত্রী না জুটে ।
উল্লখ্য, শালিসের সিদ্ধান্ত আদালতের মামলা তুলে নেয়ার পর কার্যকর হবে বলে জানিয়েছেন বৈঠকে অংশ নেয়া মাতাবাবরগণ।

 

শালবনবার্তা২৪.কম/এআর