মধুপুরে স্বামীর সামনেই ট্রলির চাকায় পিষ্ঠ স্ত্রী

- আপডেট সময় : ০২:৫৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫ ২০৮ বার পড়া হয়েছে

রাস্তা নির্মাণের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। সেই রাস্তার কাজে নিয়োজিত ইট খোয়া পরিবহণের ট্রলির চাকায় পিষ্ঠ হয়ে স্বামীর সামনেই প্রাণ হারালেন জরিনা (৩৫) নামের রাস্তার কাজের নারী শ্রমিক।
বৃহস্পতিবার ( ৩ জুলাই) সকাল নয় টার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের বেলুটিয়া দত্তবাড়ী বাজারের দক্ষিণ পাশে গোপালপুর সড়কে এমন ঘটনা ঘটে।
নিহত জরিনা পাশের ধনবাড়ী উপজেলার ধোপাখলী ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকার জনৈক আলমের স্ত্রী ও নরিল্যা গ্রামের জহুরুল হকের মেয়ে।
শ্রমিক জহিরুল ইসলাম জানান, ইট দিয়ে রাস্তার পাশের গাইড তৈরির কাজ করছিলেন জরিনা। অন্য কাজে ব্যস্ত ছিলেন স্বামী আলম। ছোট ট্রাক (ট্রলি) দিয়ে ইট ও খোয়া সরবরাহ করা হচ্ছে। পেছনের দিকে ট্রলি চালিয়ে দিক পরিবর্তন করার সময় চাকায় ধাক্কা লেগে পড়ে যান জরিনা। চালকের অগোচরে চলন্ত ওই ট্রলির চাকা উঠে যায় জরিনার মাথায়। মাথা থেঁতলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
মধুপুর থানার ওসি ( তদন্ত) রাসেল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চত করছেন। তিনি জানান,পুলিশ দুর্ঘটনার স্থলে গিয়ে লাশের আইনি প্রক্রিয়া করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
একই দিনে দুপুরের দিকে টাঙ্গাইল থেকে মধুপুরগামী প্রাইভেট কার(ঢাকা মেট্রো গ ১৯- ০৫২৮)মালাউড়ী প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে গ্যারেজে রাখা দুই অটোরিক্সার সাথে ধাক্কা খায়।অটোরিকশা দুইটি দুমড়ে মুচড়ে যায় এবং দুইজন গুরুতর আহত হন। আহতরা হলেন মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের কাইলাকুড়ি পূর্বপাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে মফিজুল ইসলাম(৪০), ঘাটাইল উপজেলার সংগ্রামপুরের বগা গ্রামের ইয়াসিন আলীর ছেলে মোনছের আলী(৪৫)। তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য মফিজুল ইসলাম কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শালবনবার্তা২৪.কম/এআর