জানাজা নামাজে সর্বস্তরের মানুষের ঢল
দাদা দাদির কবরের পাশে শায়িত বাবুল রানা

- আপডেট সময় : ০১:১৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বেসরকারি চ্যানেল রাজধানী টিভির মধুপুর প্রতিনিধি প্রয়াত সংবাদকর্মী বাবুল রানার জানাজা নামাজে সর্বস্তরের মানুষের ঢল নেমেছিল। বুধবার সকাল ১০ টায় স্থানীয় একটি ব্রিক ফিল্ডের মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান, ওসি এমরানুল কবিরসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় ও বিভিন্ন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। উপস্থিত হয়ে ছিলেন সমাজের বিভিন্ন স্তরের এবং ভিন্ন ধর্ম গোত্রের প্রতিনিধিরা। রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের ছিল সরব উপস্থিতি।
প্রয়াত বাবুল রানাকে এক নজর দেখতে এসে ছিলেন পৌর শহরের ব্যবসায়ী লিটন কুমার সিংহ ও সামাজিক ব্যক্তিত্ব সিমসন বিশ্বাস। জানাজা নামাজের পূর্বে বাবুল রানাকে দেখে পাশে দাঁড়িয়ে ছিলেন। তাদের মন্তব্য, ‘‘এমন মৃত্যু মেনে নিতে কষ্ট হয়।”
জানাজা নামাজের পূর্বে মুসুল্লিদের উদ্দেশ্যে ইউএনও জুবায়ের হোসেন, জামায়াত নেতা ও মধুপুর কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, ব্যবসায়ী ও বিএনপি নেতা আনোয়ার হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, ব্যবসায়ী নেতা মিনজুর রহমান তালুকদার নান্নু, সাংবাদিক আনোয়ার সাদাৎ ইমরানসহ প্রয়াতের একাধিক স্বজন বক্তৃতা করেন।
জাানাজা নামাজ শেষে মধুপুরের কুড়ালিয়ার বাগবাড়ী গ্রামে বাড়ির কাছে পারিবারিক কবরস্থানের দাদা আমান আলী ও দাদি সখিনা বেওয়ার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে। অনতি দূরে বাবা আব্দুর রহমানের কবর।
সোমবার রাতে হার্ট অ্যাটাক করেন বাবুল রানা। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
তাঁর মৃত্যুতে মধুপুরের গণমাধ্যম কর্মী,রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণ গভীর শোক প্রকাশ করেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা গভীর সমবেদনা জানিয়েছেন।