ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

একমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য

এনসিপি থেকে এবার উত্তরের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ’র পদত্যাগ

স্পেশাল করেসপন্ডেন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে গত কয়েক মাসে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করে দলীয় কর্মকান্ড থেকে সরে দাঁড়িয়েছেন।ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করা তাদের পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গণে বেশ আলোচিত। এবার আরেক কেন্দ্রীয় নেতা দেশের উত্তর এলাকার যুগ্ম মুখ্য সংগঠক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি অলিক মৃ পার্বত্য এলাকার ঘটনায় দলের নীরবতায় ক্ষুব্দ হয়ে আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। অলিক মৃ টাঙ্গাইলের আদিবাসী অধুষ্যিত মধুপুর উপজেলার মমিনপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়ে তিনি তার ফেইসবুক পেইজে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। পোস্ট দেখে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। কারণ জানতে চাইলে তিনি তার পদত্যাগপত্রের কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন।


তাতে তিনি কমিটির একমাত্র আদিবাসী সদস্য দাবি করে লিখেছেন- ২৩ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে এক মারমা আদিবাসী কিশোরী গণধর্ষণ ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলনের সময় আদিবাসীদের উপর হামলা,আদিবাসীদের বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং তিন আদিবাসী হত্যা হয়েছে। এ ঘটনায় এনসিপি কেন্দ্রীয়ভাবে বিবৃতি না দেয়ায় তিনি কষ্ট পেয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন,পাহাড়ে কোন ধর্ষণ হয়নি বলে সম্প্রতি পার্টির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার আশা ছিল- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে এনসিপি সোচ্চার হবে এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈষ্যমহীন সমাজ গঠনে এনসিপি মূখ্য ভূমিকা পালন করবে। কিন্তু পার্টি গঠন হওয়ার পর থেকে দল সেভাবে তাকে মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এনসিটিবি কর্তৃক পাঠ্যপুস্তক থেকে বাতিলের প্রতিবাদে চলতি বছরের ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে ছিলেন। সেটা তার ‘চরম ভুল ছিল’ বলে কেন্দ্রের মূল্যায়নেও তিনি আশাহত হয়েছেন। তিনি বলেন,আমি যেহেতু আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করেছি সেহেতু আমি আদিবাসীদের উপর সকল প্রকার নিপীড়নের প্রতিবাদ জানাবো। তাই আদিবাসীদের প্রতি দায়বদ্ধতা থেকে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করছি। পার্টির কল্যাণ কামনা করে তিনি উল্লেখ করেন, আগামী দিনে এনসিপি দেশের সকল জাতি, ধর্মের প্রতি সংবেদনশীল হয়ে শক্তিশালী দল হয়ে উঠুক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

একমাত্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কেন্দ্রীয় সদস্য

এনসিপি থেকে এবার উত্তরের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ’র পদত্যাগ

আপডেট সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে গত কয়েক মাসে বেশ কয়েকজন নেতা পদত্যাগ করে দলীয় কর্মকান্ড থেকে সরে দাঁড়িয়েছেন।ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করা তাদের পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গণে বেশ আলোচিত। এবার আরেক কেন্দ্রীয় নেতা দেশের উত্তর এলাকার যুগ্ম মুখ্য সংগঠক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি অলিক মৃ পার্বত্য এলাকার ঘটনায় দলের নীরবতায় ক্ষুব্দ হয়ে আহবায়ক ও সদস্য সচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। অলিক মৃ টাঙ্গাইলের আদিবাসী অধুষ্যিত মধুপুর উপজেলার মমিনপুর গ্রামের বাসিন্দা।
সোমবার সকালে পদত্যাগপত্র কেন্দ্রে পাঠিয়ে তিনি তার ফেইসবুক পেইজে এ বিষয়ে পোস্ট দিয়েছেন। পোস্ট দেখে তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন। কারণ জানতে চাইলে তিনি তার পদত্যাগপত্রের কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন।


তাতে তিনি কমিটির একমাত্র আদিবাসী সদস্য দাবি করে লিখেছেন- ২৩ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে এক মারমা আদিবাসী কিশোরী গণধর্ষণ ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক আন্দোলনের সময় আদিবাসীদের উপর হামলা,আদিবাসীদের বসতবাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং তিন আদিবাসী হত্যা হয়েছে। এ ঘটনায় এনসিপি কেন্দ্রীয়ভাবে বিবৃতি না দেয়ায় তিনি কষ্ট পেয়েছেন। তিনি আরও উল্লেখ করেছেন,পাহাড়ে কোন ধর্ষণ হয়নি বলে সম্প্রতি পার্টির একজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তার আশা ছিল- আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে এনসিপি সোচ্চার হবে এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৈষ্যমহীন সমাজ গঠনে এনসিপি মূখ্য ভূমিকা পালন করবে। কিন্তু পার্টি গঠন হওয়ার পর থেকে দল সেভাবে তাকে মূল্যায়ন করেনি বলে অভিযোগ করেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এনসিটিবি কর্তৃক পাঠ্যপুস্তক থেকে বাতিলের প্রতিবাদে চলতি বছরের ১৫ জানুয়ারি আদিবাসী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করে ছিলেন। সেটা তার ‘চরম ভুল ছিল’ বলে কেন্দ্রের মূল্যায়নেও তিনি আশাহত হয়েছেন। তিনি বলেন,আমি যেহেতু আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ে দীর্ঘদিন কাজ করেছি সেহেতু আমি আদিবাসীদের উপর সকল প্রকার নিপীড়নের প্রতিবাদ জানাবো। তাই আদিবাসীদের প্রতি দায়বদ্ধতা থেকে, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) পদ থেকে পদত্যাগ করছি। পার্টির কল্যাণ কামনা করে তিনি উল্লেখ করেন, আগামী দিনে এনসিপি দেশের সকল জাতি, ধর্মের প্রতি সংবেদনশীল হয়ে শক্তিশালী দল হয়ে উঠুক।