প্রাথমিকভাবে দেয়া মনোনয়ন বাতিল করে পুনরায় মাঠে জরিপ করার আহবান
- আপডেট সময় : ০৯:১৫:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থকরা প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন। পরে অনুষ্ঠিত সমাবেশে নেতাকর্মীরা মাঠের জনপ্রিয়তা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে পুনরায় জরিপ করে মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল–ময়মনসিংহ সড়কের মোহাম্মদ আলীর স্থানীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়।
এদিকে মধুপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি- সমাবেশ, বিক্ষোভ মিছিলকে ঘিরে জননিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনাবাহিনী ও পুলিশ সদস্য। শনিবার বিকাল থেকেই মধুপুর আনারস চত্বরে নিরাপত্তা বাহিনীর বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
সমাবেশে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা বিএনপির সবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, মোহাম্মদ আলী গ্রুপের প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন, লতিফ পান্না, আসাদ সরকার, শোলাকুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, মনি সরকার, রুবেল, আব্দুল হক প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি থেকে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে- ফকির মাহবুব আনাম স্বপনের বাড়ি এলাকায় নয়। স্থানীয় জনসম্পৃক্ততা না থাকায় তাকে মনোনয়ন দেওয়া অযৌক্তিক। তারা পুনরায় মাঠ জরিপ করে এলাকাবাসীর পছন্দ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে মনোনয়ন চূড়ান্ত করতে কেন্দ্রীয় নেতাদের প্রতি আহবান জানান।
বক্তারা আরও দাবি করেন, জনমানুষের নেতা, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জিয়া ফাউন্ডেশনের পরিচালক ও আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী মধুপুর-ধনবাড়ী আসনের যোগ্য প্রার্থী। স্থানীয় জনগণ তার পক্ষেই মনোনয়ন চান বলে তারা উল্লেখ করেন।

















