মব ভায়োলেন্সে হত্যা ও প্রতিষ্ঠান আক্রান্তের প্রতিবাদে ধনবাড়ীতে বিক্ষোভ
- আপডেট সময় : ০৩:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা, ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যা,প্রথম আলো-ডেইলি স্টার -ছায়ানট-উদীচীসহ গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলার ঘটনায় টাঙ্গাইলের ধনবাড়ীতে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে বিচার দাবি করে কর্মসূচি পালিত হয়েছে।
‘সদা জাগ্রত ধনবাড়ীবাসী’র ব্যানারে ২৪ ডিসেম্বর বুধবার বিকেলে ধনবাড়ী বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবি, ধনবাড়ী উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জুপিটার,বাসদ নেতা আব্দুস সামাদ, কৃষক মুক্তি আন্দোলনের শরাফত,বাংলাদেশ হিন্দু মহাসভা টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক নিরেশ চন্দ্র রবিদাস, নিজেরা করি উন্নয়ন সংগঠনের সমন্বয়ক শশী কুমার ত্রিপুরা,কর্মী সংগঠক ববিতা প্রমুখ। কমিউনিস্ট পার্টির ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি আয়ুব আলী খানসহ স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
বক্তাগণ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার; তদন্তের অগ্রগতি জনসমক্ষে প্রকাশ; মব ভায়োলেন্সের ঘটনায় দোষীদের রাষ্ট্রীয় আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি করেন। একই সঙ্গে প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট, উদীচীসহ সব হামলার পৃথক ও স্বাধীন তদন্ত; উসকানিদাতা বা সংগঠক বা অর্থদাতা চিহ্নিত করে বিচার; ভবিষ্যৎ হামলা ঠেকাতে স্পষ্ট নিরাপত্তা প্রটোকল ও দ্রুত পদক্ষেপের ব্যবস্থা নিশ্চিতের দাবিও জানানো হয়েছে।





















