নিহত এইচএসসি পরীক্ষার্থী, আহত বাপ বেটা
মধুপুরে রাজপথ থেকে চলন্ত ট্রাক দোকানে

- আপডেট সময় : ০৫:২৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ৪৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরের রাজপথ থেকে দ্রুতগামী একটি ট্রাক দুই ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে পিষে দিয়েছে তিনজন কে। এতে শুভ(২২) নামের এবারের এইচএসসি পরীক্ষার্থী ঘটনার পর পরই মারা গেছেন। আহত হয়েছেন বাবা সৈয়দ আলী ও ছেলে জয়নাল আবেদীন।
শুক্রবার বিকেলে টাঙ্গাইল- ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার গাংগাইর বাাজারে ঘটেছে এ ঘটনা।
নিহত শুভ আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা বাজার এলাকার আবু হানিফের ছেলে। গাংগাইর বাসস্ট্যান্ডের মামুনের স্টেশনারি দোকানে ক্রেতা হয়ে গিয়ে ট্রাকের চাপায় পড়েন। পাশের কানু মাস্টারের ফেক্সিলোডের দোকানেও ঢুকে পড়ে।
মধুপুর থানার ওসি (তদন্ত) রাসেল আহমেদ জানান, ট্রাকটি(ঢাকা মেট্রো-২২-৬৭২১) টাঙ্গাইল থেকে মধুপুরের দিকে যাচ্ছিল। গাংগাইর বাসস্ট্যান্ডে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে নারায়ণ দেবনাথের মালিকানাধীন ভাড়াটে মামুনের ও কানু মাস্টারের দোকানে ঢুকে পড়ে। ওই দোকানে অবস্থান করা এইচএসসি পরীক্ষার্থী শুভ,বেকারকোনা গ্রামের বাবা সৈয়দ আলী ও ছেলে জয়নাল আবেদীন আহত হন।মধুপুর উপজেলা হাসপাতালে নেয়ার পর শুভ মারা যান। সৈয়দ আলীর অবস্থা খারাপ হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ পাসপাতালে পাঠানো হয়। জয়নাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
শালবনবার্তা২৪.কম/এআর