ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে ধানের শীষের মিলনমেলা

সাধারণ মানুষের নিরাপদের প্রতিশ্রুতি ধানের শীষ প্রার্থীর

মধুপুর করেসপন্ডন্ট, শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ব্যবসায়ী, সর্বস্তরের সাধারন মানুষসহ সকলের নিরাপত্তা বিধানে নেতাকর্মীদের ভূমিকা থাকবে বলে টাঙ্গাইল – ১ (মধুপুর- ধনবাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন আশ্বস্ত করেছেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, চাঁদাবাজি, মামলাবাজী, দরবার শালিস বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা যাবে না। যারা যুক্ত থাকবে তাদের পরিণতির কথা দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাবেই উল্লেখ করেছেন। সুতরাং সাবধান। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নিরাপদ সুন্দর এবং সকলের বাংলাদেশ গড়তে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার আহবান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ধানের শীষের পক্ষে বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র) নেতাকর্মীদের যোগদান উপলক্ষে অনুষ্ঠিত মিলনমেলা ও নির্বাচনী পথসভা ফকির মাহবুব আনাম স্বপন এমন কথা বলেন।
অনুষ্ঠানে উল্লেখ করা হয় তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতা কর্মী সমর্থকরা বিএনপিতে যোগদান করেছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নিজেই গত ২৩ জানুয়ারি মধুপুর ও ২৪ জানুয়ারি ঢাকার গুলশানে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। শালবনবার্তাটোয়েন্টিফোর.কমে শনিবার এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়।

সোমবার মিলন মেলা নামের অনুষ্ঠানে মোহাম্মদ আলীর প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবদীন খান বাবলু, যুবদলের আব্দুল মান্নানের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে মোহাম্মদ আলীর পক্ষের হুমায়ুন কবির তালুকদার, আব্দুল লতিফ পান্না যোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছেন।
যোদানকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনী পথসভার ওই মিলন মেলায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স।
প্রার্থী স্বপন ফকির বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়াই আজ সময়ের দাবি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন নির্বাচন সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি লিলি সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তাগণ মধুপুর ও ধনবাড়ী এলাকার মানুষ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে ধানের শীষের মিলনমেলা

সাধারণ মানুষের নিরাপদের প্রতিশ্রুতি ধানের শীষ প্রার্থীর

আপডেট সময় : ১০:৩৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

ব্যবসায়ী, সর্বস্তরের সাধারন মানুষসহ সকলের নিরাপত্তা বিধানে নেতাকর্মীদের ভূমিকা থাকবে বলে টাঙ্গাইল – ১ (মধুপুর- ধনবাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন আশ্বস্ত করেছেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, চাঁদাবাজি, মামলাবাজী, দরবার শালিস বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা যাবে না। যারা যুক্ত থাকবে তাদের পরিণতির কথা দলের চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট ভাবেই উল্লেখ করেছেন। সুতরাং সাবধান। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে নিরাপদ সুন্দর এবং সকলের বাংলাদেশ গড়তে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনার আহবান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ধানের শীষের পক্ষে বিদ্রোহী প্রার্থীর (স্বতন্ত্র) নেতাকর্মীদের যোগদান উপলক্ষে অনুষ্ঠিত মিলনমেলা ও নির্বাচনী পথসভা ফকির মাহবুব আনাম স্বপন এমন কথা বলেন।
অনুষ্ঠানে উল্লেখ করা হয় তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতা কর্মী সমর্থকরা বিএনপিতে যোগদান করেছেন। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নিজেই গত ২৩ জানুয়ারি মধুপুর ও ২৪ জানুয়ারি ঢাকার গুলশানে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের পক্ষে সমর্থন জানিয়ে প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠ ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। শালবনবার্তাটোয়েন্টিফোর.কমে শনিবার এ নিয়ে প্রতিবেদন ছাপা হয়।

সোমবার মিলন মেলা নামের অনুষ্ঠানে মোহাম্মদ আলীর প্রধান সমন্বয়ক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবদীন খান বাবলু, যুবদলের আব্দুল মান্নানের নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা ধানের শীষ প্রতীকের পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে মোহাম্মদ আলীর পক্ষের হুমায়ুন কবির তালুকদার, আব্দুল লতিফ পান্না যোগ দিয়ে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছেন।
যোদানকারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
নির্বাচনী পথসভার ওই মিলন মেলায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স।
প্রার্থী স্বপন ফকির বলেন, এই নির্বাচন শুধু একটি আসনের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়াই আজ সময়ের দাবি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। উপস্থিত ছিলেন নির্বাচন সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহসভাপতি লিলি সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তাগণ মধুপুর ও ধনবাড়ী এলাকার মানুষ এবার ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।