কালিহাতীতে ব্লাড ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৯:৫৮:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ২১০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে “কালিহাতী ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি বৃক্ষ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জনাব খায়রুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য শিক্ষক মীর আতিকুর রহমান কবির, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম খোকন এবং ডাক্তার সৈকত হাসান।
কর্মসূচিতে ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রান্ত, কবির, হামিদ, রিফাত, সিফাত, কাব্য, শাকিল, সাব্বির, জহুরুল, আসিফ, সাইফুল, রবিন, মীম, তানহা, তাসনিয়া, ত্রিশা, উমায়ের, আসিফ ইসলাম, আজিজ, মিরণসহ আরও অনেকে।
এই মহৎ কাজে সার্বিক সহযোগিতা করেছেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সদস্য ও প্রবাসী ব্যবসায়ী মোঃ আয়নাল ভাই।
কালিহাতী ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহবুব হাসান বলেন, “কালিহাতীকে সবুজায়ন করার লক্ষ্যে এবং শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতেই আমাদের এই উদ্যোগ।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজসেবা, মানবকল্যাণ ও পরিবেশ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।