ঘাটাইলে নিখোঁজের দুই দিন পর কূপ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৭:২৫:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় নিখোঁজের দুই দিন পর আনোয়ারা বেগম (৬৭) নামে এক বিধবার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে দেউলাবাড়ী ইউনিয়নের একটি পরিত্যক্ত কূপ থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা স্থানীয় মৃত আব্দুস সালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে একা বসবাস করতেন। দুই দিন আগে তার ছেলে লিটন মুঠোফোনে মাকে না পেয়ে বাড়িতে খোঁজাখুঁজি করেও পাননি। পরে তিনি থানায় একটি সাধারণ ডায়রি করেন। সোমবার দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত কূপ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সেখানে গিয়ে আনোয়ারার লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের ভাই শাকের মিয়া বাদী হয়ে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) ফৌজিয়া খান বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে।”