র্যাবের অভিযান
সলংগায় ১৫৮ বোতল ফেন্সিডিলিসহ তিন নারী আটক
- আপডেট সময় : ১২:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের সলংগায় অভিযান চালিয়ে ১৫৮বোতল ফেন্সিডিলসহ তিন নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান- র্যাব-১২ এর একটি অভিযানিক দল। আটকরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মাসুদ রানার স্ত্রী সাথী আক্তার, আবু তালেব খানের স্ত্রী আজেদা বেগম ও আব্দুল খালেকের মেয়ে শারমিন আক্তার।
মঙ্গলবার বিকেলে সলংগার সাতটিকরী তালতলা বাজার এলাকার ছাইফা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে নিষিদ্ধ ফেন্সিডিল জব্দ ও তাদের আটক করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব -১২ এর মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়
অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় মঙ্গলবার বিকেলেএকটি মাদক বিরোধী অভিযান পরিচালনায় মাদক পরিবহণ কালে ১৫৮ বোতল ফেন্সিডিলসহ ৩ জন নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়,দীর্ঘ দিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল দেশের বিভিন্ন জেলা হতে সংগ্রহ করে পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় নিজ হেফাজতে রেখে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ ও ক্রয় বিক্রয় করে আসছেন তারা। আটকদের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






















