ঢাকা ০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত আমিরের বাসায় ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইইউ ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকে আরও অর্থবহ ও কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

বৈঠকে রাষ্ট্রদূত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়া, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইইউ’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জামায়াতের সম্পর্ক ও গণতন্ত্র বিষয়ক আলোচনাকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

জামায়াত আমিরের বাসায় ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর ভাটারা এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ইইউ ডেপুটি হেড অব ডেলিগেশন বেইবা জেরিনা।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকে আরও অর্থবহ ও কার্যকর করার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। উভয় পক্ষই আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে।

বৈঠকে রাষ্ট্রদূত জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এছাড়া, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ইইউ’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে জামায়াতের বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়।

এ সময় জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন।

এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জামায়াতের সম্পর্ক ও গণতন্ত্র বিষয়ক আলোচনাকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ বাড়ছে।