ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসি ফলাফল প্রকাশ ১৬ অক্টোবর

অনলাইনে ফলাফল জানুন সহজ উপায়ে

স্টাফ করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে

আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় সারা দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এছাড়া মোবাইল ফোন থেকে নির্দিষ্ট কোড 16222 নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্র অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না। ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, যা করা যাবে https://rescrutiny.eduboardresults.gov.bd
ওয়েবসাইটের মাধ্যমে।

ফল প্রকাশের দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

এইচএসসি ফলাফল প্রকাশ ১৬ অক্টোবর

অনলাইনে ফলাফল জানুন সহজ উপায়ে

আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

আগামী ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টায় সারা দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশিত হবে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল একযোগে প্রকাশ করা হবে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd
ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এছাড়া মোবাইল ফোন থেকে নির্দিষ্ট কোড 16222 নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্র অফিসে সরাসরি ফলাফল পাওয়া যাবে না। ফল পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত, যা করা যাবে https://rescrutiny.eduboardresults.gov.bd
ওয়েবসাইটের মাধ্যমে।

ফল প্রকাশের দিন সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে। সেখানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।