ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মধুপুরে হ্যান্ডকাফ পরা মাদকাসক্ত আসামির পলায়ন, অতপরঃ

মধুপুর করেসপন্ডেন্ট শালবনবার্তা২৪.কম
  • আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল ঘোষণার পর হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পুলিশ কর্তৃক আটককৃত হাবিবুর রহমান হাবিব নামের এক মাদকাসক্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান শুরু করে পুলিশ। টানা ৪ ঘন্টার অভিযানে পুলিশ পুনরায় তাকে আটক করতে সক্ষম হয়েছে।টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এমন ঘটনা।

সোমবার(২৭অক্টোবর) দুপুরে উপজেলা ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে আসামী থানায় নেয়ার পথে হাবিব পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যায়।

মাদকাসক্ত ওই আসামী থানার পাশের মালাউড়ী গ্রামের(থানা পাড়া) জনৈক আজাহার আলীর ছেলে। এ ঘটনায় থানার এক এস আই বাদী হয়ে হাবিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের টহল দল মাদকাসক্ত হাবিবুর (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মির্জা জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাবিবের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। পরে দন্ডাদেশ প্রাপ্ত হাবিবকে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ।
সূত্র জানায়, গাড়িতে উঠানোর সময হ্যান্ডকাফ পরা অবস্থাতেই হাবিব লাফ দিয়ে দৌড়ে দেয়। পুলিশ পিছনে দৌড়িয়েও ধরতে পারেনি। অলিগলি দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ তাকে ধরতে মাঠে নামে। পুলিশের একাধিক টিম মাঠে থেকে সব কৌশল ব্যবহার করে শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। প্রায় চার ঘণ্টা পর বিকেলে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বোয়ালী থেকে হাবিবকে পুনরায় আটক করে পুলিশ।

এ বিষয়ে মধুপুর থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে অল্প সময়ের মধ্যেই তাকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় দায়িত্বে গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশের তথ্যমতে, থানা এলাকার বাসিন্দা হাবিব পাগলা এলাকায় মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!

মধুপুরে হ্যান্ডকাফ পরা মাদকাসক্ত আসামির পলায়ন, অতপরঃ

আপডেট সময় : ১২:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের জেল ঘোষণার পর হ্যান্ডকাফ পরা অবস্থাতেই পুলিশ কর্তৃক আটককৃত হাবিবুর রহমান হাবিব নামের এক মাদকাসক্ত আসামির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর অভিযান শুরু করে পুলিশ। টানা ৪ ঘন্টার অভিযানে পুলিশ পুনরায় তাকে আটক করতে সক্ষম হয়েছে।টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এমন ঘটনা।

সোমবার(২৭অক্টোবর) দুপুরে উপজেলা ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে আসামী থানায় নেয়ার পথে হাবিব পুলিশকে বোকা বানিয়ে পালিয়ে যায়।

মাদকাসক্ত ওই আসামী থানার পাশের মালাউড়ী গ্রামের(থানা পাড়া) জনৈক আজাহার আলীর ছেলে। এ ঘটনায় থানার এক এস আই বাদী হয়ে হাবিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করেছেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের টহল দল মাদকাসক্ত হাবিবুর (৩৫) নামের ওই ব্যক্তিকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রট মির্জা জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাবিবের বিরুদ্ধে মাদকের সংশ্লিষ্ট ধারায় ৬ মাসের কারাদন্ডাদেশ দেন। পরে দন্ডাদেশ প্রাপ্ত হাবিবকে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ।
সূত্র জানায়, গাড়িতে উঠানোর সময হ্যান্ডকাফ পরা অবস্থাতেই হাবিব লাফ দিয়ে দৌড়ে দেয়। পুলিশ পিছনে দৌড়িয়েও ধরতে পারেনি। অলিগলি দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুলিশ তাকে ধরতে মাঠে নামে। পুলিশের একাধিক টিম মাঠে থেকে সব কৌশল ব্যবহার করে শ্বাসরুদ্ধকর অভিযান চালায়। প্রায় চার ঘণ্টা পর বিকেলে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বোয়ালী থেকে হাবিবকে পুনরায় আটক করে পুলিশ।

এ বিষয়ে মধুপুর থানা সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামি হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে অল্প সময়ের মধ্যেই তাকে পুনরায় আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় দায়িত্বে গাফিলতি ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশের তথ্যমতে, থানা এলাকার বাসিন্দা হাবিব পাগলা এলাকায় মাদকাসক্ত ও বখাটে হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে।