তিন প্রতিষ্ঠানে অভিযান
মধুপুরের ভোক্তা অধিকারের অভিযান জরিমানা ১ লক্ষ ৯০ হাজার টাকা
- আপডেট সময় : ০৮:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য সংরক্ষণ এবং বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে এক লক্ষ্য নব্বই হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে বিকেল পর্যন্ত মধুপুর পৌর শহরের রায়পাড়া, টেংরি ও পঁচিশা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এ অভিযানের নেতৃত্ব দেন।
সহযোগিতা করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর শাখা।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর এলাকার রায়পাড়ার লিটন বণিকের বাসায় তাল মিশ্রি, বাতাসা, বাদাম টানা উৎপাদন কারখানায় ৫০ হাজার, টেংরি সালাম ফুড প্রোডাক্ট নামের প্রতিষ্ঠানে ১ লাখ, পঁচিশা আসিক ফুড প্রোডাক্টে ৪০ হাজার টাকা করে মোট ১ লাখ নব্বই হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
শিশু খাদ্য পণ্য উৎপাদনকারী রায়পাড়া এলাকার লিটন বনিকের কারখানা বন্ধ, সরকারি নীতিমালা শর্ত সাপেক্ষে কারখানা পরিচালনার পরামর্শ দেয়া হয়েছে পঁচিশা আসিক ফুড প্রোডাক্টের মালিককে।
নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, ভেজাল খাদ্যপণ্য তৈরি, মজুত ও বিক্রির অপরাধে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে অধিদপ্তর এ জরিমানা করে।
এ সময় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মধুপুর উপজেলার কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিতে ও খাদ্যে ভেজাল বা প্রতারণা বন্ধে আইনানুগ ব্যবস্থা নিতেই এ অভিযান।
তিনি আরও জানান, জনস্বাস্থ্য রক্ষায় এমন অভিযান চলমান থাকবে


















